জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালের ২৫ নভেম্বর, প্রয়াত হন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা (Diego Maradona)। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে আর্জেন্টিনার আদালতে সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে… মারাদোনার ময়নাতদন্তকারী বিশেষজ্ঞরাও যা সাক্ষ্য দিয়েছেন তা শুনে চমকে গিয়েছে ফুটবলবিশ্ব! তাঁরা জানিয়েছেন অটোপসির সময়ে তাঁরা দেখেছেন যে, মারাদোনার হৃদয় ছিল অস্বাভাবিক বড়!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
বিশেষজ্ঞরা আদালতে বলেছেন, মারাদোনা সিরোসিসে ভুগছিলেন, তবে তাঁর মৃত্যুর সময় শরীরে অ্যালকোহল বা মাদকের চিহ্ন পাওয়া যায়নি! ফরেনসিক বিশেষজ্ঞ আলেজান্দ্রো এজেকুয়েল ভেগা আদালতকে বলেছেন যে মারাদোনার হৃদপিণ্ড অস্বাভাবিক বড় ছিল এবং ওজন ছিল প্রায় ৫০৩ গ্রাম! হৃদয়ের গড় ওজন যেখানে ২৫০ থেকে ৩০০ গ্রামের মধ্যে হয়। ভেগা ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে, মারাদোনার হৃদপিণ্ড পরীক্ষা করে তাঁরা দেখেছেন যে, কিংবদন্তি দীর্ঘদিন ধরেই ইস্কেমিয়া রোগে ভুগছিলেন! মারাদোনার শরীরে রক্ত প্রবাহ এবং অক্সিজেনের অভাব ছিল। আলেজান্দ্রো আরও বলেছেন যে, প্রস্রাবের নমুনায় অ্যালকোহল বা মাদকের কোনও চিহ্ন পাওয়া যায়নি।
পুলিস টাস্ক ফোর্সের ইলভানা ডি পিয়েরো বলেছেন যে মারাদোনার লিভার পরীক্ষায় সিরোসিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থা শনাক্ত হয়েছে এবং তাঁর কিডনির কার্যক্ষমতা পরিবর্তিত হয়েছিল। অক্সিজেন বহনের জন্য ভালো রক্ত সরবরাহের অভাব ছিল। ময়নাতদন্তে দেখা গিয়েছে যে, মারাদোনার মৃত্যু তীব্র পালমোনারি এডিমা (ফুসফুসে তরল জমা) থেকে হয়েছিল, যা কনজেস্টিভ হার্ট ফেইলিউরের কারণে হয়েছিল।
মারাদোনার মামলায় অভিযুক্ত সাতজন পেশাদারের একজন নিউরোসার্জন, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, একজন ডাক্তার এবং একজন নার্স রয়েছেন। যাঁরা মারাদোনার দেখভালের দায়িত্বে ছিলেন। তাঁরা পর্যাপ্ত যত্ন করতে না পারাতেই মারাদোনার মৃত্যু হতে পারে বলেই মনে করা হচ্ছে। মারাদোনার জীবনের শেষ চার বছর ধরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন লুক। তিনি মৃত্যুর কয়েক সপ্তাহ আগে, প্রাক্তন ফুটবলারের মস্তিষ্ক থেকে রক্ত জমাট বাঁধা রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছিলেন। মারাদোনার ২৮ বছর বয়সী কন্যা জানা আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন যে, ক্লিনিক যখন মারাদোনাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিল, তখন লুক বাড়িতেই চিকিত্সা করার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন: ১৪৩৫ উইকেটের মালিক, আচমকাই ছাড়লেন আইপিএল! বিরাট ধাক্কায় কেঁপে গেল ফ্র্যাঞ্চাইজি…
আরও পড়ুন: বোর্ডের মহার্ঘ কেন্দ্রীয় চুক্তি কী? বিশদে জানুন গ্রেড-বেতন-সুবিধা, জলের মতো বুঝুন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)