Delhi Assembly Election 2025 Exit Poll: দিল্লির মসনদে এবার আর ‘আপ’ নয়! কে তাহলে? চমকে দিচ্ছে বুথফেরত সমীক্ষা…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক দফাতেই শেষ বিধানসভা ভোট। দিল্লির মসনদে এবার কে? আপ নয়, পাল্লা ভারি বিজেপিরই। অনেক পিছনে কংগ্রেস! বুথফেরত সমীরক্ষায় তেমনই ইঙ্গিত মিলল।

আরও পড়ুন:  Pay Commission: বাজেট পেশ তো হল, কবে থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশন, জানুন বিস্তারিত

২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ। নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।  দিল্লি বিধানসভা ভোটে আবার ৭০ আসনেই প্রার্থী দিয়েছে জোট শরিক কংগ্রেসও। কিন্তু কংগ্রেসকে নয়, ‘স্থানীয় দল’কেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। 

Matrize exit poll

দল          আসনসংখ্যা

বিজেপি     ৩৫-৪০
আপ          ৩২-৩৭
কংগ্রেস        ০-১

Chanakya’s exit polls

দল         আসনসংখ্যা

আপ         ২৫-২৮

বিজেপি      ৩৯-৪৪

কংগ্রেস-        ২-৩

কী এই এক্সিট পোল? বুথ ফেরত সমীক্ষা-ই হচ্ছে এগজিট পোল। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোল আসলে এক ধরনের ওপিনিয়ন পোল। ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানতে চাওয়া হয় বুথ ফেরত সমীক্ষায়। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর ঠিক পর মুহূর্তেই ভোটারদের থেকে এই মতামত জানতে চাওয়া হয়। আর সেই মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয় এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট।

আরও পড়ুন:  Tsunami Survivor Wedding: আবার বছর ২০ পরে! সুনামিতে কুড়িয়ে পেয়েছিলেন যাঁকে বিয়ে দিলেন তাঁর, দুরন্ত IAS অফিসার..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল).





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours