রাজীব চৌধুরী, নওদা: চাকরি দেওয়ার নামে বিবাহিত একজন মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। এর জেরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা (Nawada) থানা এলাকায়। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীর কঠিন শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওদার বাসিন্দা একজন মহিলাকে চাকরি করে দেবে বলে প্রতিশ্রুতি দেয় তৃণমূল কংগ্রেসের নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। এর জন্য শুক্রবার সন্ধ্যায় সমস্ত নথিপত্র নিয়ে তার বাড়িতে যেতে বলে ওই মহিলাকে। প্রাক্তন প্রধানের স্বামীর কথায় বিশ্বাস করে সমস্ত কাগজপত্র নিয়ে তার বাড়িতে যান ওই মহিলা। সেখানে গিয়ে দেখেন নওদার প্রাক্তন মহিলা প্রধান বাড়িতে নেই। এরপরই রাতভর ওই মহিলাকে বাড়িতে আটকে রেখে যৌন নির্যাতন করার পাশাপাশি একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত ওই তৃণমূল কর্মী। এদিকে ওই মহিলাকে কয়েক ঘণ্টা কেটে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যান তাঁর পরিবারের সদস্যরা। মহিলার বাবা বারবার নিজের মেয়ের ফোনে কল করলেও তা কেউ ধরেননি। বাধ্য হয়ে ওই ভদ্রলোক তখন পরিচিত বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মেয়ের খবর নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তারপরও ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে ওই ভদ্র মহিলা অচেনা একটি নম্বর থেকে ফোন করে বাড়ির লোককে সমস্ত ঘটনার কথা খুলে বলেন। এরপরই নির্যাতিতা ওই মহিলার বাবা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ মহিলার বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে অভিযুক্তের বাড়ি থেকে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে নির্যাতিতা মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রধানের অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতিতার।
এপ্রসঙ্গে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতির দাবি, বর্তমানে অভিযুক্তের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। তবে ওই ব্যক্তি অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা বলতে পারব না।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করার পাশাপাশি নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা ও বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Hospital: প্রথম স্ত্রীর উপর অত্যাচার, দেখত না মাকে, আরজি কর কাণ্ডে ধৃতের ‘গুণের’ কথা তাঁরই পরিজনদের মুখে
আরও দেখুন