NOW READING:
RG Kar Incident| Sandip Ghosh: আদালত চত্বরে ‘চোর চোর’ স্লোগান, ভিড়ের মধ্যে থেকেই কষিয়ে থাবড়া সন্দীপকে
September 3, 2024

RG Kar Incident| Sandip Ghosh: আদালত চত্বরে ‘চোর চোর’ স্লোগান, ভিড়ের মধ্যে থেকেই কষিয়ে থাবড়া সন্দীপকে

RG Kar Incident| Sandip Ghosh: আদালত চত্বরে ‘চোর চোর’ স্লোগান, ভিড়ের মধ্যে থেকেই কষিয়ে থাবড়া সন্দীপকে
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। মঙ্গলবার নিজাম প্যালেস থেকে বের করে তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুর আদালতে। নিজাম প্যালেস থেকে বের করার সময়ে তাঁকে ঘিরে একপ্রস্থ হইচই হয়। অন্যদিকে, আলিপুর আদালতে তাকে ঢোকানোর সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। আর তাঁকে আদালতে থেকে বের করে আনার সময়ে উঠল চোর চোর স্লোগান। তার পরেই তার উপরে ঝাঁপিয়ে পড়েন একদল মানুষ। কেউ একজন পেছন থেকে সন্দীপের মাথায় থাপ্পড় মেরে দেন। পুলিস কোনও রকম তাঁকে আগলে গাড়িতে তোলে।

আরও পড়ুন-আদালত চত্বরে তুমুল বিক্ষোভ, ৮ দিনের সিবিআই হেফাজত সন্দীপের

উল্লেখ্য, টানা ১৬ দিন জিজ্ঞাসাবাদের পর গতকাল সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যায়। তার পরেই ঘোষণা করা হয় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এরপর আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে একটি হল বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার। পাশাপাশি আরজি করের মর্গে পড়ে থাকা সনাক্ত হয়নি এমন বডি পাচারের অভিযোগও রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

আজ আলিপুর আদালতে সিবিআইয়ের তরফে বলা হয় তারা সন্দীপ ঘোষকে ১০ দিনের জন্য হেফাজতে চান। কারণ তাঁকে জেরা অনেক গোপন তথ্য উঠে আসবে। অভিযুক্তদের সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে ওই ৪ জনকে যদি জেরা করা যায় তাহলে আরও তথ্য পাওয়া যাবে। আরও অনেককে গ্রেফতার করা যাবে। কারণ অপরাধের পরিধি অনেকটাই বড়। সন্দীপ ঘোষের আইনজীবী বলেন সবসময় তারা সিবিআইকে সহযোগিতা করে গিয়েছেন। প্রত্যেক দিনই সন্দীপ ঘোষ সিবিআই দফতরে যেতেন। তাদের সহযোগিতা করে গিয়েছেন। ভবিষ্যতেও করবেন। ওই সওয়াল জবাব শোনার পর সন্দীপ ঘোষ ও বাকী ৩ জনকে  ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link