দেবব্রত ঘোষ: কলকাতা ময়দানে আচমকাই শোকের ছায়া। বৃহস্পতিবার সন্ধ্য়ায় এল বুক ভাঙা খবর। মাত্র ২৭ বছর বয়সে আত্মঘাতী প্রাক্তন ফুটবলার দেবাশিস প্রধান (Debasis Pradhan)। কলকাতা ময়দানের চেনা মুখ দেবাশিস ২০১৭-১৮ মরসুমে খেলেছেন মহামেডানে (Mohammedan Sporting Club)।রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবের তরফে ফেসবুকে লেখা হয়েছে, ‘আমাদের প্রাক্তন খেলোয়াড় দেবাশিস প্রধানের মৃত্যুতে মহামেডান এসসি পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি’।
আরও পড়ুন: বাউন্সে ভরা পারথে শামির বিকল্প কে? বুমরাদের প্রাক্তন কোচ বাছলেন ‘বিরল’ বোলারকেই!
মনে করা হচ্ছে মানসিক অবসাদ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দেবাশিস। গতকাল গভীর রাতে তিনি নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। এদিন ভোরে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিস তাঁর দেহ উদ্ধার করেছে পিকে চৌধুরী রোডের বাড়ি থেকে। পুলিস সূত্রের খবর, তিনি হাওড়া সিটি পুলিসে সিভিক ভলেন্টিয়ারের চাকরি করতেন। হেডকোয়ার্টার শিবপুর পুলিশ লাইনের টেলিকম ডিপার্টমেন্টে পোস্টিং ছিলেন।
তবে দেবাশিস ঠিক কী কারনে আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সাইড ব্যাক পজিশন ছিল দেবাশিসের। পরে কলকাতা ময়দানের বেশ কয়েকটি ক্লাবেও খেলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ‘কখনও ফিটই করিনি, জোর করে আমাদের…’! কোহলির বিস্ফোরক বিবৃতিতে শুরু তুমুল জল্পনা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)