জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ’র (Prithvi Shaw) অধিনায়কত্বে। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’। কেউ কেউ আবার বলেছিলেন আগামীর সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) পৃথ্বীই। ‘ক্রিকেট ঈশ্বর’ও তাঁর শহরের ছেলের প্রতিভায় মোহিত হয়ে, বাড়িতে ডেকে ডিনার করিয়ে ছিলেন। ছবি রাতারাতি ভাইরালও হয়ে গিয়েছিল ২০১৯ সালে। এখনও যা পৃথ্বীর এক্স হ্যান্ডেলে জ্বলজ্বল করে। পৃথ্বী-সচিন সোফায় বসে। প্লেটে সাজানো বাহারি কাবাব।
আরও পড়ুন: নিলামে পেয়েছেন ২৩.৭৫ কোটি, Dr. বসছে নামের আগে! KKR স্টারের শিক্ষাগত যোগ্যতা জানেন?
পৃথ্বী তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বয়সে, টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গিয়েছেন আকাশ থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী যেন আর পৃথ্বীতে নেই! ক্রিকেট তাঁর জীবনে গণ্য় হয়ে গিয়েছে মুখ্য় হয়ে উঠেছে তাঁর রঙিন জীবনযাপন, নারীসঙ্গ ও বিতর্ক। কারোর মতে তিনি এখন দ্বিতীয় বিনোদ কাম্বলি! ফিটনেসের অভাব ও নিয়মশৃঙ্খলা না মানা ক্রিকেটারকে আইপিএল নিলামে আর কেউ দলে নিতেই চায়নি। ৭৫ লাখের বেস প্রাইসে থাকা ক্রিকেটারকে নিতে ইচ্ছাই প্রকাশ করেনি দলগুলো। এবার পৃথ্বীর পাশে দাঁড়িয়েই তাঁর সমালোচনা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার ও কোচ বাসিত আলি। বাসিত তাঁর ইউটিউব চ্য়ানেলে বলেছেন, ‘পৃথ্বী শ নিজেকে শুধরাও। তুমিও আমার ছেলের মতোই ২৩-২৪ বছরের। ফোকাস ক্রিকেটে রাখো। দ্বিতীয় বিনোদ কাম্বলি হয়ো না। আমার তোমাকে দেখে যন্ত্রণা হয়, কারণ তুমিও ক্রিকেটার। তুমিও আমাদের পরিবারের। উন্নতি করো পৃথ্বী। হতেই পারে তুমি আইপিএলে দল পাওনি। নিজের উপর বিশ্বাস রাখো। জানবে কঠোর পরিশ্রম কখনও বিফলে যায় না।’
একসময়ে কাম্বলি ছিলেন বোলারদের ত্রাস, রেয়াত করতেন না কাউকে। প্রাণের বন্ধুকে ‘লিটল মাস্টার’- এর থেকেও তাঁকে অনেকে বেশি প্রতিভাবান বলে মনে করতেন অনেকে। সচিন তেন্ডুলকরের সঙ্গেই কাম্বলির স্কুল পর্যায়ের ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে। তবে দেশের জার্সিতে মাত্র সাত বছর খেলেই কাম্বলি অন্ধকারে তলিয়ে যান। বেহিসেবি ও অনিয়ন্ত্রিত জীবনই তাঁকে ‘ব্যাড বয়’ বানিয়ে ফেলে। ১৭ টেস্ট ১০৪ ওডিআই খেলা ক্রিকেটার এখন ঠিক করে হাঁটতেই পারেন না। কাঁধে ভর দিয়ে তাঁকে চলতে হয়। কাম্বলির শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। কিংবদন্তি শেন ওয়ার্নকে এক ওভারে ২২ রান মারা ক্রিকেটারের আজ এই অবস্থা! কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন কাম্বলি।
আরও পড়ুন: ‘ও যে মানে না মানা’, সচিনকে আঁকড়ে আবেগি কাম্বলি! মুহূর্ত চুপ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)