NOW READING:
EX Alipurduar BJP MP John Barla attacks party leadership after Madarihat By election results
November 23, 2024

EX Alipurduar BJP MP John Barla attacks party leadership after Madarihat By election results

EX Alipurduar BJP MP John Barla attacks party leadership after Madarihat By election results
Listen to this article


মাদারিহাট: ৬টি বিধানসভার মধ্যে মাদারিহাটে জেতার বিষয়ে আশাবাদী ছিল বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন মাদারিহাটের প্রাক্তন বিধায়ক তথা আলিপুরদুয়ারে বর্তমান বিজেপি সাংসদ মনোজ টিগ্গাও। কিন্তু, শনিবার ফলাফল প্রকাশ পেলে দেখা যায়। ৬টি আসনেই ছক্কা হাঁকিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর বিজেপির হাতছাড়া হয়েছে মাদারিহাট (Madarihat)। সেখানে এই প্রথম ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। উপনির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠতে দেখা গেল আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ও বিজেপির বিক্ষুব্ধ নেতা জন বার্লাকে (John Barla)। দলীয় নেতৃত্বের অহঙ্কারের জন্যই মাদারিহাটে এই ফল হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সরাসরি বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে জন বার্লা বলেন, “কলকাতায় বসে দল চালালে এমনটাই তো হবে। ওখানে বসে সিলেকশন করে দিয়ে মনে করা হয়েছিল খুব সহজেই জয় আসবে। কিন্তু, তা তো হবে না। বাস্তবে তাই উল্টো ফল হয়েছে। চা বাগানের শ্রমিক নেতৃত্বকে গুরুত্বই দেওয়া হয়নি। দলীয় নেতৃত্বের অহঙ্কারের কারণেই এমন ফলাফল হল।” এর পাশাপাশি নাম না করে মনোজ টিগ্গা-কে “ওয়ান ম্যান আর্মি” বলেও কটাক্ষ করেন জন বার্লা। কিছুটা একই সুরে মন্তব্য করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “উপনির্বাচনের এই ফলাফল প্রত্যাশিতই ছিল। তবে মাদারিহাটে কিছুটা হলেও লড়াই হবে ভেবেছিলাম।” অন্যদিকে মনোজ টিগ্গা বলেন, “মাদারিহাটে সন্ত্রাস করে ভোটে জিতছে তৃণমূল। পুলিশ থেকে অর্থবল, সবই ছিল ওদের দিকে। তার মধ্য়েও আমরা ভালো লড়াই দিয়েছি।” 

জন বার্লার এই আক্রমণের জবাবে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকেও মুখ খুলতে দেখা যায়। এপ্রসঙ্গে তিনি বলেন,”সামান্য কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। আসলে মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে। তাঁদের মনে হয়েছে যে ২০২৬ সালের আগে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে সরানো যাবে না। পাশাপাশি সব জায়গাতেই সন্ত্রাস করে ভোটে জিতেছে তৃণমূল।”

প্রসঙ্গত উল্লেখ্য, উপনির্বাচনের জন্য মাদারিহাটে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বেসুরো হয়ে উঠেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরাসরি মুখ খোলার পাশাপাশি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেখা গেছিল তাঁকে। এর ফলে কিছুটা হলেও চিন্তায় পড়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও জেতার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন মাদারিহাটকে নিজের খাসতালুক মনে করা মনোজ টিগ্গা। জন বার্লা বিক্ষুদ্ধ হলেও বিজেপির মাদারিহাট জিততে কোনও অসুবিধা না বলে আচার-আচরণে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু, শনিবার ফলাফল প্রকাশ পেতে দেখা যায় মাদারিহাটে বিজেপির হারের পিছনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন দলের কাছে ব্রাত্য হয়ে যাওয়া জন বার্লাই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dilip Ghosh : ৬টি আসনেই তৃণমূলের জয়জয়কার, ‘এটাই ছিল হওয়ার…আমি অন্তত জানতাম’ বললেন দিলীপ

আরও দেখুন



Source link