IND vs NZ: ‘ও কাউকে ডরায় না, আমরাই খুব ভয়ে ছিলাম’! ১৫ শিকারের পরেও এই ভারতীয়র আতঙ্কে আজাজ…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হার! এই সিরিজে ১৫ উইকেট শিকার করেও কিউয়ি স্পিনার আজাজ প্য়াটেলের (Ajaz Patel) এখনও আতঙ্ক কাটেনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাত্‍কারে, আজাজ সাফ জানিয়েছেন নির্ভীক ঋষভ পন্থই (Rishabh Pant) ছিলেন পুরো নিউ জিল্যান্ড দলের ভয়ের একমাত্র কারণ। 

আরও পড়ুন: ‘শোনো রাজা, পৃথিবী তোমার…’ কোহলির জন্মদিনে আগুনে পেপটক ক্যানসারজয়ী ফাইটারের

মুম্বই টেস্টের তৃতীয় দিনে ভারত- নিউ জিল্যান্ডে টেস্টের ভাগ্য় পেন্ডুলামের মতো ঝুলছিল। ঋষভ ৫৭ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট না হয়ে গেলে, ভারত মুম্বই টেস্ট জিতে একাধিক লজ্জার হাত থেকে বাঁচতে পারত। ঋষভ ৯টি চার ও ১টি ছয়ও মেরেছিলেন তাঁর আগ্রাসী ইনিংসে। আজাজই তুলে নেন পন্থকে। আজাজ বলছেন, ‘যখন ঋষভ ক্রিজে ছিল, তখন আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম। এই সিরিজে আমরা সবচেয়ে বেশি ঋষভ পন্থকেই টার্গেট করেছিলাম। ও মাঝখানে ব্য়াট করতে নেমে কাউকে ভয় পায় না। ও নিজের খেলাটাই খেলে। পরিস্থিত যাই হোক না কেন! ওর দর্শন একটাই। যতক্ষণ আমি ক্রিজে আছি, আমি আমার মতো খেলব, আউট হলেও কোনও সমস্য়া নেই।’

আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন আজাজ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় পরিস্থিতি আলাদা হবে। এই সিরিজের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের কোনও সম্পর্ক নেই। মানসিক ভাবে নতুন করে শুরু করতে হবে। ভারতের কাছে সেরার সেরা খেলোয়াড় রয়েছে, যাদের কেউ কেউ আবার অস্ট্রেলিয়াতেও খেলেছে। চাপ থাকবে, তবে জয়-পরাজয় খেলার অংশ। আস্থা এবং ভরসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে কী রয়েছে, সেদিকেই ফোকাস করে এগিয়ে যেতে হবে। যা হয়ে গিয়েছে তা ভুলতে হবে।’ দেখা যাক ভারত কী করে ক্য়াঙারুর দেশে!

আরও পড়ুন: লজ্জার ‘১২-২৪’! ছুটে এলেন প্রধান নির্বাচক, গম্ভীরের সঙ্গে মাঠেই…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours