NOW READING:
১ এপ্রিল থেকেই দাম বাড়বে ক্যানসার, ডায়াবিটিস সহ অপরিহার্য ওষুধের ? কী জানাল সরকার ?
March 28, 2025

১ এপ্রিল থেকেই দাম বাড়বে ক্যানসার, ডায়াবিটিস সহ অপরিহার্য ওষুধের ? কী জানাল সরকার ?

১ এপ্রিল থেকেই দাম বাড়বে ক্যানসার, ডায়াবিটিস সহ অপরিহার্য ওষুধের ? কী জানাল সরকার ?
Listen to this article


Medicine Price: ১ এপ্রিল থেকেই বেশ কিছু অপরিহার্য ওষুধের দাম বাড়তে চলেছে দেশে ! পেইনকিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেক্টিভস, অ্যান্টি-ডায়াবেটিকস, ক্যানসারের ওষুধের দাম বাড়তে চলেছে এবার। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম এবার থেকে ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত (Medicine Price Hike) নিয়েছে কেন্দ্র সরকার। হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে এই দাম বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির অফিস মেমোরান্ডাম অনুসারে, ‘২০২৪ সালে বার্ষিক হোলসেল প্রাইস ইনডেক্সের বদল ২০২৩ সালের তুলনায় হয়েছে ১.৭৪ শতাংশ। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের ১৬ নং অনুচ্ছেদের (Medicine Price Hike) অধীনে এবার থেকে ওষুধ প্রস্তুতকারকরা ওষুধের ম্যাক্সিমাম রিটেইল প্রাইস বাড়াতে পারেন কিছু নির্ধারিত ফর্মুলেশনের ক্ষেত্রে। আর এই কাজে সরকারি তরফে কোনও পুর্বানুমতি লাগবে না।’

বছরে একবার করে দাম বাড়ে

ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের তালিকাভুক্ত প্রায় এক হাজার ওষুধের উপর এই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। এই ধরনের কিছু নির্ধারিত ওষুধের দাম বৃদ্ধি বছরে একবার করে স্বীকৃত নিয়মের অধীনেই পড়ে। এই অপরিহার্য ওষুধের (Medicine Price Hike) তালিকায় রয়েছে এমন কিছু নিত্য ব্যবহার্য ওষুধ যেমন প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক যেমন ব্যাক্টিরিয়া সংক্রমণ রোধে অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টি-অ্যানিমিয়া মেডিকেশন, ভিটামিন, মিনারেলস এবং কিছু নির্দিষ্ট স্টেরয়েড।

যদিও ফার্মা এক্সিকিউটিভরা এই দাম বৃদ্ধি নিয়ে মোটেও ইতিবাচক মনোভাবে নেই। তাদের মতে এই নিয়ে পরপর দু’বছর দাম (Medicine Price Hike) বাড়ল ওষুধের। এটা এখন নিয়ম হয়ে গিয়েছে। আগের বছরেও ওষুধের দাম হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে ০.০০০৫১ শতাংশ বাড়ানো হয়েছিল। এর আগে ২০২২ সালে এবং ২০২৩ সালে যথাক্রমে ১০ শতাংশ ও ১২ শতাংশ দাম বেড়েছিল ওষুধের। অফসেট ইনপুট খরচ বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছিল।

রিপোর্ট অনুসারে, বিগত কয়েক বছরে ফার্মাসিউটিক্যাল উপাদানের দাম ১৫ শতাংশ থেকে ১৩০ শতাংশ বেড়ে গিয়েছে। কেবল প্যারাসিটামলের দামই বেড়ে গিয়েছে ১৩০ শতাংশ। গ্লিসারিন এবং প্রপিলিন গ্লাইকলের মত সলভেন্টের দাম কয়েক বছরে ২৬৩ শতাংশ ও ৮৩ শতাংশ বেড়েছে। অন্য এক্সিপিয়েন্টসের দামও পাল্লা দিয়ে ১৮ থেকে ২৬২ শতাংশ বেড়ে গিয়েছে। ইন্টারমিডিয়েটের দাম ১১ থেকে ১৭৫ শতাংশের মধ্যে বেড়েছে। পেনিসিলিন জি ওষুধের দাম ১৭৫ শতাংশ বেড়ে গিয়েছে এই কয়েক বছরে। 

আরও দেখুন



Source link