NOW READING:
Esha Verma | Rupali Ganguly: ‘ওরা অত্যাচারী’ রুপালী গাঙ্গুলিকে নিয়ে ফের বিস্ফোরক এষা…
November 11, 2024

Esha Verma | Rupali Ganguly: ‘ওরা অত্যাচারী’ রুপালী গাঙ্গুলিকে নিয়ে ফের বিস্ফোরক এষা…

Esha Verma | Rupali Ganguly: ‘ওরা অত্যাচারী’ রুপালী গাঙ্গুলিকে নিয়ে ফের বিস্ফোরক এষা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুপালী গাঙ্গুলী, যিনি এখন ‘অনুপমা’ নামে জনপ্রিয়, তার সৎ মেয়ে এষা ভার্মার বিস্ফোরক সব তথ্যের কারণে খবরের শিরোনামে বারবার উঠে আসছেন তিনি। অভিনেত্রী রুপালী বিয়ে করেছেন ব্যবসায়ী অশ্বিন ভার্মাকে, যার আগেও দুটি বিয়ে ভেঙে গেছে। এষা ভার্মা হলেন অশ্বিন ও তার দ্বিতীয় স্ত্রীর কন্যা। গত কয়েকদিন ধরে এষা, রুপালী গাঙ্গুলী ও অশ্বিন ভার্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এনেছেন। তিনি পরকীয়া সম্পর্ক থেকে শুরু করে গয়না চুরির মত নানা বিষয়ে রুপালীর বিরুদ্ধে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এষা একটি ভিডিও শেয়ার করে যেখানে সে রুপালী এবং অশ্বিনকে ‘অত্যাচারী’ বলেছেন।

আরও পড়ুন- Abhishek Bachhan | Shweta Bachhan: ‘অভিষেক ভয় পাচ্ছে’, ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ভাইরাল শ্বেতার মন্তব্য…

ভিডিওতে তিনি আরও বলেন, ‘ব্যথা ও স্মৃতিগুলো রয়ে যায়, যদিও সবকিছু এখন অতীত। তবে আমি বুঝেছি, এই সবের মধ্যে দিয়ে আমি ‘অত্যাচারী’দের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি। তারা শুধু আমার মা’কে আঘাত করেনি, এমনকি আমাকে কষ্ট দেওয়ার জন্যও সবরকম রাস্তা বেছে নিয়েছিল, আমাকে অবজ্ঞা করেছে, আমার খারাপ লাগার সুযোগ নিয়েছে যাতে আমি নিজে কখনও ঘুরে দাঁড়াতে না পারি।’

আরও পড়ুন- P. C. Sorcar Junior: ৩ মেয়ের জন্য ‘পাত্র চাই’, সংবাদপত্রে জুনিয়র পিসি সরকারের বিজ্ঞাপন ঘিরে হইচই…

এষা আরও বলেন যে রুপালী এবং অশ্বিন তার সঙ্গে এত খারাপ ব্যবহার করার জন্য কখনও ক্ষমা চাননি এবং তার বাবা তাকে রক্ষা করার বদলে তার মানসিক অবস্থা নিয়ে মজা করতেন। তিনি অভিযোগ করেন যে রুপালী গাঙ্গুলি মিথ্যা কথার ওপর ভিত্তি করে তার নিজের কেরিয়ার গড়েছেন এবং তারা যা করেছেন তার জন্য কেউই দুঃখ প্রকাশ করেন না।

আরও পড়ুন- Malaika Arora: ‘এই বয়সে আর মানাচ্ছে না…’ ৫০-এর খোলামেলা মালাইকাকে কটাক্ষ…

তিনি আরও জানান, শেষ পর্যন্ত এষা রুপালী এবং অশ্বিনের ছেলে রুদ্রাংশের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘এটা আমি করতে চাইনি, কিন্তু এটা আমার বাবার দায়িত্ব ছিল তার সকল সন্তানকে সমান ভালোবাসা দিয়ে, যত্ন করে বড় করা। আশা করি বাবা তোমার জন্য সেই বাবা হতে উঠতে পেরেছেন, যা তিনি আমার এবং আমার বোনের জন্য হতে পারেননি। তবে আমার অভিজ্ঞতা তোমাদের চেয়ে অনেক আলাদা।’

আরও পড়ুন- Mithun Chakraborty Death Threat: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! পাকিস্তান থেকে মিঠুনকে খুনের হুমকি লরেন্স ঘনিষ্ঠর…

যদিও এত কিছুর মধ্যেও রুপালী গাঙ্গুলি এই বিতর্ক নিয়ে পুরোপুরি চুপ করে রয়েছেন এবং তাঁর সিরিয়াল ‘অনুপমা’র শুটিংয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link