EPF-এ নতুন সুদের হার ঘোষণা, এবার কর্মীরা পাবেন কত ইন্টারেস্ট ?

Estimated read time 1 min read
Listen to this article


 

EPFO সদস্য়দের জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। শুক্রবার 2024-25 এর জন্য EPF আমানতের ওপর 8.25 শতাংশ সুদের হার বজায় রেখেছে সংগঠন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর পাওয়া গেছে। আজ EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) রেট নির্ধারণের জন্য বৈঠক করে। সেখানে আগের রেটই বজায় রাখে EPFO । 

আগে কত ছিল এই সুদের হার
2024 সালের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ তহবিল সংস্থাটি 2023-24-এর জন্য EPF-তে সুদের হার সামান্য বাড়িয়ে 8.25 শতাংশ করেছিল। যা 2022-23 সালে 8.15 শতাংশ ছিল। এবার সুদের হার বৃদ্ধির কথা আশা করেছিল কর্মীরা। যদিও সেই আশা পূরণ হল না। ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি), শুক্রবার তার বৈঠকে 2024-25 এর জন্য ইপিএফ-এর উপর 8.25 শতাংশ সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত CBT-এর সিদ্ধান্তের পরে, 2024-25-এর জন্য EPF আমানতের সুদের হার সম্মতির জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে।

সাম্প্রতিক বছরগুলিতে কত বেশি ছিল
বর্তমান EPF আমানতের সুদের হার 2015-16 সালের EPF জমার হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সেই সময় এটি ছিল 8.8 শতাংশ। এর পরে EPFO ​​ধীরে ধীরে তার কোটি গ্রাহকদের জন্য EPF জমার হার কমিয়েছে। কোভিড মহামারী চলাকালীন EPF জমার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2020 সালের মার্চ মাসে EPFO ​​প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের উপর সুদের হার কমিয়ে 2019-20 এর জন্য 8.5 শতাংশ করছিল। যা সাত বছরের সর্বনিম্ন। যা 2018-19 এর জন্য প্রদত্ত 8.65 শতাংশ থেকে কম। EPFO তার গ্রাহকদের 2016-17 সালে 8.65 শতাংশ ও 2017-18 সালে 8.55 শতাংশ সুদের হার দিয়েছিল।

Provident Fund : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশেনের (EPFO) সদস্য হলে আপনার জন্য রয়েছে সুখবর। ১৫ জানুয়ারি এই নতুন নির্দেশিকা ঘোষণা করেছে EPFO কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, নতুন অফিসে যোগ দিলে প্রাক্তন ও বর্তমানের নিয়োগকর্তার কাছে আবেদন না করেই প্রভিডেন্ট ফান্ড অ্য়াকাউন্ট ট্রান্সফার (PF Account Transfer) করা যাবে। 

তবে সবাই পাবে না এই সুবিধা।  এবার থেকে কর্মচারীরা নিজেরাই EPFO ​​পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্মতারিখ, স্ত্রীর নাম, ম্যারেজ স্ট্যাটাস, ন্যাশানালিটি, জেন্ডার ও কর্মসংস্থানের তারিখগুলির ত্রুটি সংশোধন করতে পারবেন। তবে নিয়োগকর্তার অনুমতি ছাড়া ট্রান্সফার করতে পারবেন না পিএফ অ্য়াকাউন্ট।

আরও পড়ুন : Gas Cylinder Using Tips : কম না বেশি আঁচে রান্না করলে গ্যাস বেশি লাগে ? জানুন রান্নার শৈলী

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours