NOW READING:
কেন আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন হ্যারি ব্রুক?
April 10, 2025

কেন আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন হ্যারি ব্রুক?

কেন আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন হ্যারি ব্রুক?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>লন্ডন:</strong> সদ্য ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্যাটে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ফলের পরই জস বাটলার নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরই হ্যারি ব্রুককে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের নতুন কোচ নির্বাচিত করা হয়। কিন্তু এর আগেই ব্রুককে নিয়ে একটি বিতর্ক দানা বেঁধেছিল। গত <a title="আইপিএলের নিলাম" href="https://bengali.abplive.com/topic/ipl-auction" data-type="interlinkingkeywords">আইপিএলের নিলাম</a>ে ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁকে ৬.২৫ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই হঠাৎ করেই ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড তারকা। যদিও <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের তরফে এরপর তাঁকে নির্বাসিত করা হয়েছে, তবে তা নিয়ে ভাবছেন না ব্রুক।</p>
<p style="text-align: justify;">ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্য়াটে নতুন অধিনায়ক জানাচ্ছেন, ”আমার কাছে বরাবর দেশ আগে। আমি দেশের হয়ে খেলার জন্য যে কোনও কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি। দিনের শেষে ইংল্যান্ডের জার্সিতে খেলার থেকে বেশি আনন্দ আমি আর কিছুতেই পাই না। অর্থ-যশ অনেক কিছু নিয়েই কথা উঠবে। কিন্তু আমি সবসময় ইংল্যান্ডের হয়ে খেলাকেই প্রাধান্য দেব।”</p>
<p style="text-align: justify;">তারকা ব্যাটার আরও বলছেন, ”দেশের হয়ে গত কয়েক বছর ধরে ধারাবাহিক খেলছি। এবারও তার ব্য়তিক্রম চাইছি না। আশা করি অধিনায়ক হিসেবে দলের স্বার্থে ভাল কিছুই করতে পার। ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে একেবারে হিসেবের খাতার বাইরে রাখছি না। কিন্তু আগামীত যা সূচি সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকে খেলা কতটা সম্ভব হবে, তা নিয়ে আমি সন্দিহান।”</p>
<p style="text-align: justify;">সাদা বলের ফর্ম্য়াটের অধিনায়ক হয়েছেন, তবে বিশ্বকাপের থেকে অ্য়াশেজকেই এগিয়ে রাখছেন ব্রুক। তিনি বলছেন, ”যদি আমাদের অ্য়াশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে একটি বেছে নিতে বলে, আমি তবে অ্য়াশেজকেই বেছে নেব। অবশ্যই আমি সাদা বলের ফর্ম্য়াটে দেশের অধিনায়ক। কিন্তু অ্য়াশেজের মাহাত্ম্য আলাদা আমার কাছে।”</p>
<p style="text-align: justify;">আগামী ২৯ মে থেকে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করছেন হ্যারি ব্রুক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্য়াটের সিরিজ রয়েছে। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের ফর্ময়্াটে সিরিজ রয়েছে ইংল্য়ান্ডের। সেপ্টেম্বরের শেষের দিকে ইংল্যান্ড আয়ারল্যান্ড সফরে উড়ে যাবে ওয়ান ডে সিরিজ খেলতে। এরপর কিছুটা বিরতির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহারণ রয়েছে অক্টোবরের শেষের দিকে। এরপর আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে হ্যারি ব্রুকের ইংল্য়ান্ড।</p>



Source link