NOW READING:
IND vs ENG 3rd T20I: বরুণের ৫ উইকেটেও জয় অধরা! টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হার ভারতের..
January 28, 2025

IND vs ENG 3rd T20I: বরুণের ৫ উইকেটেও জয় অধরা! টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হার ভারতের..

IND vs ENG 3rd T20I: বরুণের ৫ উইকেটেও জয় অধরা! টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হার ভারতের..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  জমে গেল টি-টোয়েন্টি সিরিজ। পর পর ২ ম্যাচে জেতার পর, সিরিজের তৃতীয় ম্যাচে আটকে গেল টিম ইন্ডিয়া।  রাজকোটে ২৬ রানে জিতল ইংল্যান্ড।

আরও পড়ুন:  EXPLAINED | BPL Payment Crisis: কোথায় মুখ লুকোবে বাংলাদেশ? ‘বেতনহীন বিপিএল’-এ চেক বাউন্স! খেপে লাল তাসকিন-মালানরা

প্রথম দুটি ম্যাচের মতো এদিনও টসে জিতেছিল ভারত। আবার সেই প্রথম ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু প্রথম ব্যাট করে ইংল্যান্ড তুলে ফেলল  ১৭১ রান! হাফ সেঞ্চুরি করলেন ডাকেট।  ২৪ বলে ৪৩ মারকুটে ইনিংস খেলে দিলেন লিভিংস্টোন। এমনকী, শেষ উইকেটেও নজরকাড়া ব্যাটিং করলেন  রশিদ ও উড। ফলে কাজে এল না বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট। ৩ ওভার বলে করে ২৫ রান দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা শামি।

এদিকে ব্যর্থ হলেন ভারতের ব্যাটাররাও। ৩১ রানেই প্য়াভিলিয়নে ফিরলেন দুই ওপেনার। অধিনায়ক সূর্যের সংগ্রহ  ১৪। তিলক বর্মা করলেন ১৮ রান। তবে কিছুটা লড়াই করলেন একা হার্দিক। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় ১৪৫ রানে।

এই ম্যাচে জয়ের ফলে পাঁচ ম্যাচের জয়ের ফলাফল আপাতত ২-১। সিরিজের শেষ দুই ম্যাচে পুণে এবং মুম্বইয়ে। রাজকোটের ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবে ভারত।

আরও পড়ুন:  Neymar-Al Hilal: আরব্য রজনী অতীত! আল হিলালের সঙ্গে হানিমুন শেষ নেইমারের, কত টাকা খুইয়ে দেশে ফিরছেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link