NOW READING:
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত ‘লিপস অ্যান্ড বাউন্ডস’
December 3, 2024

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত ‘লিপস অ্যান্ড বাউন্ডস’

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত ‘লিপস অ্যান্ড বাউন্ডস’
Listen to this article



<p><strong>প্রকাশ সিন্হা, কলকাতা :</strong> প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ED। যেখানে নাম রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর। চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় পরিচালিত একাধিক কোম্পানির নামও রয়েছে। সূত্রের দাবি, তাঁর জামাইয়ের নামও ED-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০ হাজার পাতার নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।&nbsp;</p>
<p>তদন্তে একাধিকবার নাম উঠে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা কোম্পানিতে তল্লাশি হয়েছে, আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’কে। যে সংস্থার সিইও তিনিই বলে জানিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।<br /><br />গত বছরের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয়কৃষ্ণ ভদ্রর মুখে শোনা যায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রসঙ্গ ! সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, ‘আমি লিপস অ্য়ান্ড বাউন্ডসে চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব পৃথিবীর কারও ক্ষমতা নেই তো তাঁকে ছোঁবে। আমার সাহেব অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।'<u></u><strong><u><br /></u></strong><br />নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ED। তাঁর বিরুদ্ধে দেওয়া চার্জশিটেই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গের উল্লেখ করা হয়। এরপর লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালায় ইডি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ED জানায়, তৃণমূল সাংসদ <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/abhishek-banerjee" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a> বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।<br /><br />এরপর খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও স্বীকার করে নেন তিনি লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও। তিনি বলেছিলেন, ‘আমি এখনও ওই পদে আছি, লিপস অ্য়ান্ড বাউন্ডসে SSC দুর্নীতির টাকা ঢুকেছে ? ১০ পয়সা প্রমাণ করুন, একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করেছেন। একই প্রশ্ন আপনি গরু পাচারে করেছেন। একই প্রশ্ন আপনি&nbsp; <a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a> দুর্নীতিতে করেছেন। আপনারা দেখাতে চাইছেন যে, প্রসিডস অফ ক্রাইম, একটাই টাকা তিনটে কেসে জড়িত। এটা তো হতে পারে না। একটা সন্তানের তিনটে মা হতে পারে না।'<u></u><strong><u><br /><br /></u></strong>২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি। সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসে তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়। পরবর্তীকালে ইডির চার্জশিটে দাবি করা হয়, ২০২০ সালের ৩ জানুয়ারি, লিপস অ্যান্ড বাউন্ডস এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এস ডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০ হাজার পাতার নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। <br /><br />সূত্রের দাবি, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি ও কোম্পানি মিলিয়ে ২৯টি নামের উল্লেখ করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের পাশাপাশি ED-র চার্জশিটে ‘কালীঘাটের কাকু’ পরিচালিত একাধিক কোম্পানি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় পরিচালিত একাধিক কোম্পানির উল্লেখ রয়েছে।&nbsp;সূত্রের দাবি, তাঁর জামাইয়ের নামও ED-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে। <br /><br />সব মিলিয়ে ফের একবার শিরোনামে লিপস অ্য়ান্ড বাউন্ডস।</p>



Source link