# Tags
#Blog

টেকনিসিয়ান ও পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন

টেকনিসিয়ান ও পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন
Listen to this article



<p>ABP Ananda Live: সম্মুখ সমরে টেকনিসিয়ান ও পরিচালক সংগঠন। টালিগঞ্জে বন্ধ শ্যুটিং। এবার ফ্লোরে নেই পরিচালকরা। টালিগঞ্জের স্টুডিওপাড়ায় সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের। শ্যুটিঙের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, অনেকেই স্টুডিওয় চলে আসেন। কিন্তু এখনও পর্যন্ত পরিচালকদের দেখা মেলেনি। পরিচালক সৃজিত রায়ের সেট অসমাপ্ত অবস্থায় ফেলে রাখাকে কেন্দ্র করে টেকনিসিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে। অসহযোগিতার অভিযোগ তুলে শ্যুটিং ফ্লোরে না আসার সিদ্ধান্ত নেন পরিচালকরা। মুখ্যমন্ত্রীর কথাও মানছে না ফেডারেশন, অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার। যদিও এবিষয়ে এখনও মুখে কুলুপ ফেডারেশনের।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। ফের প্রাণহানি। এবার নদিয়ার কল্যাণীতে। জনবসতি এলাকায় বাজি কারখানায় মৃত্যু হল চারজনের। জখম হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা এলাকা। একেবারে জনবহুল এলাকায় এই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। &nbsp;</p>
<p>বিস্ফোরণের পরেই চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তার মধ্যে থেকেই বের করা করা হয় একের পর এক ঝলসানো মৃতদেহ। তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা ? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal