জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলা জেরে একের পর এক ব্যবস্থা নিয়ে চলেছে ভারত। সীমান্ত এলাকায় নিজেদের শক্তি দেখাতেও শুরু করেছে সেনা। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের ফলে ফুঁসছে শাহবাজ শরিফ সরকার। দেশের কোনও কোনও মন্ত্রী আবার ভারতের উপরে পারমাণবিক হামলার কথাও বলেছেন। তবে তার পরেও ভয় যাচ্ছে না শাহবাজ শরিফ সরকারের। দেশের সীমান্ত এলাকায় অস্ত্র মজুত করার পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরেও চরম সতর্কতা অবলম্বন করেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সরকারি কর্মী ও স্বাস্থ্য কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। গত ২৫ এপ্রিল একটি নির্দেশিকা জারি করেছে ঝিলম ভ্যালির হেলথ ডাইরেক্টরেট। সেখানে জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে কোনও সরকারি কর্মীকে কোনও ছুটি দেওয়া বা বদলির নির্দেশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন-ধসে ফের বিপর্যস্ত নর্থ সিকিম! আটকে ১৪০০ পর্যটক, চলছে উদ্ধারকাজ…
আরও পড়ুন-পাকিস্তানকে হুমকি নয়; সার্জিক্যাল স্ট্রাইকেরও সময় নয়, অভিষেক বললেন আরও বড় ব্যবস্থার কথা
ঝিলম ভ্যালি হেলফ ডাইরেক্টরেটের ওই নির্দেশিকায় বলা হয়েছে, দেশের এই পরিস্থিতিতে জেলা হাসপাতালগুলিতে চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, নার্স, গাড়ির চালকদের তৈরি থাকতে হবে। তাদের আপাতত ছুটি নেওয়া যাবে না। যে কোনও সময় যে কোনও পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হতে পারে। যেসব চিকিত্সক ও প্যারা মেডিক্যাল স্টাফ ছুটি নিয়েছেন তাদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে হবে। কর্তব্যে কোনও গাফিলতি হলে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে ২৭ পর্যটকের নির্মম হত্যাকাণ্ডের পর ভারত যে ভয়ংকর বদলা নেবে তা নিয়ে নিশ্চিত পাকিস্তান। ভারতের কাছ থেকে আসা আঘাত সামলাতে প্রস্তুতিও শুরু করে দিয়েছে শাহবাজ শরিফ সরকার। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার বিপুল ক্ষতির সম্মুখীন হয়ে চলেছে পকিস্তান। ভারতের সঙ্গে ব্যবসা বন্ধেও প্রবল ক্ষতি হচ্ছে পাকিস্তানের। এর মধ্য়ে পাকিস্তানের অর্থনীতির যে অবস্থা তাতে তারা কীভাবে কোনও ছোটখাটো আঘাত সামাল দেবে তা নিয়েই প্।্স উঠছে রাজনৈতিক মহলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)