৩০০ কোটি ডলারের সম্পদ, ট্রাম্পের জয়ে সোনায় সোহাগা এলন মাস্ক, বেড়েই চলেছে টেসলার শেয়ারের দাম

Estimated read time 1 min read
Listen to this article


Elon Musk Net Worth: সম্প্রতি শেষ হয়ে আমেরিকার প্রেসিডেনশিয়াল নির্বাচন আর সেই নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে জিতে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের (Donald Trump) এই জয়ের প্রভাবে হু হু করে বেড়েছে এলন মাস্কের সংস্থা টেসলার শেয়ারের (Elon Musk Net Worth) দাম। আর তার ফলে এলন মাস্কের (Elon Musk) মোট সম্পদের পরিমাণ বেড়েই চলেছে। ট্রাম্পের জয়ের কারণে এই গাড়িনির্মাতা সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। আর এর মাধ্যমে মাত্র ৩ দিনের মধ্যেই এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০৬ বিলিয়ন ডলারে। এই বিশ্বে একমাত্র ব্যক্তি হিসেবে এলন মাস্কেরই সম্পদ এই প্রথম ৩০০ বিলিয়নের সীমা পেরিয়ে গিয়েছে। ফোর্বসের রিয়েল টাইম বিলিওনেয়ার লিস্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে।

শুক্রবার টেসলার শেয়ারের দাম ৮.১৯ শতাংশ বেড়ে যায়, ৩২১.২২ বিলিয়ন ডলারে ছুঁয়ে ফেলে সংস্থার মোট মূলধন। আর এর মাধ্যমেই এলন মাস্কের সম্পদের পরিমাণ ৪.৭১ শতাংশ বেড়ে হয় ৩০৪ বিলিয়ন ডলার। মার্কিনি নির্বাচনের আগে তাঁর সম্পদ ছিল ২৫০ বিলিয়ন ডলার। বিগত ৫ দিন ধরে টেসলার শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।

মার্কিনি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপুল জয়ের ফলেই এই শেয়ারের দামে এত বৃদ্ধি দেখা গিয়েছে। নতুন করে হোয়াইট হাউসের দখল নিলেন ট্রাম্প। ৪ বছর পরে আবার পেলেন ক্ষমতা। নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পকে বিপুলভাবে সমর্থন ও সহায়তা করেছেন এলন মাস্ক। আর ট্রাম্পও নানা সময় এলন মাস্কের প্রশংসা ও তাকে পৃষ্ঠপোষকতা করেছেন। ট্রাম্পের জয়ে শুধু যে এলন মাস্কের সম্পদ বেড়েছে তা নয়, জেফ বেজোস, ল্যারি এলিসন, মার্ক জুকেরবার্গ, ল্যারি পেজের সম্পদও বেড়েছে বিপুলভাবে। আমাজনের সিইও ও প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনকুবেরের স্থানে যার মোট সম্পদের পরিমাণ ২২২.১ বিলিয়ন ডলার। ট্রাম্পের জয়ে তাঁর সম্পদ ২.৬২ শতাংশ অর্থাৎ ৫.৭ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে। তৃতীয় শীর্ষ ধনকুবেরের স্থানে আছেন ল্যারি এলিসন, যার সম্পদ ১১.৪ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ২২০.৫ বিলিয়ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RBI Action: টাকা জমা নিয়ে অভিযোগ, এই ব্যাঙ্ককে ৬০ লক্ষ টাকার জরিমানা করল RBI

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours