কলকাতা: তৃণমূল কংগ্রেসের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সক্ষে সাক্ষাৎ করবেন রাজ্য বিজেপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য, ওম পাঠক ও শমীক ভট্টাচার্য।
বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোটে ভুয়ো ভোটার মুক্ত ভোটার তালিকার দাবি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ১১ মার্চ বিকেল ৪ ভুয়ো ভোটারের নামের তালিকা জমা দেওয়া হবে। বাংলায় ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম রয়েছে বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। বিজেপির অভিযোগ, ‘কোথাও মিলছে না ছবি, কোথাও দুটি জায়গায় নাম। ১৭ লক্ষের নাম কমিশনের কাছে জমা দেব।’
আরও পড়ুন: Jadavpur Case Update: স্থিতিশীল ইন্দ্রানুজ, কবে হাসপাতাল থেকে মুক্তি? জানিয়ে দিল কর্তৃপক্ষ
আরও দেখুন