রঞ্জিত সাউ, কলকাতা: আজ পবিত্র ইদ। ইতিমধ্য়েই রেড রোডের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইদের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপ ঘোষ বলেন, ‘ইদের জন্য আমার মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাব।এই ইকোপার্কে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি, আগামীকাল সিমাই পার্টি হবে এখানে। সবাইকে নিমন্ত্রণ করছি।.. যারা ইদ করছেন, উপবাস করেছেন, আমাদের সম্পূর্ণ তাঁদের প্রতি শ্রদ্ধা রয়েছে। অভিনন্দন রয়েছে। কিন্তু আমি আবার অ্যাপিল করব, যারা রোজা করবেন, তাঁরাই ইফতার করবেন। মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে , এই অনুমতি কেউ দেবেন না।’
আরও পড়ুন, কেলগ-কাণ্ডে দেবাংশুর তোপের মুখে দলের একাংশ ! ‘ দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন?’
আরও দেখুন