NOW READING:
অনুব্রত-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম ! ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মার, আহত একাধিক..
March 31, 2025

অনুব্রত-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম ! ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মার, আহত একাধিক..

অনুব্রত-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম ! ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মার, আহত একাধিক..
Listen to this article


বীরভূম: অনুব্রত-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম। ইদ উপলক্ষ্যে ম্যাচ ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল! সিউড়ির কেন্দুয়ায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মার, ২ গোষ্ঠীর অন্তত ৩জন আহত।

সম্প্রতি পাথরচাপুড়িতে মেলার উদ্বোধনেও অনুব্রত-কাজল পাশাপাশি দেখা যায়নি। সরকারি মঞ্চেও তাদের পাশাপাশি দেখা যায়নি। সভাপতি এবং সভাধিপতির দ্বন্দ্ব পৌঁছে গিয়েছিল চরমে। অনুষ্ঠানে এলেও অনুব্রত মণ্ডল আসার আগে মঞ্চ ছেড়েছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। পাথরচাপুড়ি মেলার উদ্বোধন মঞ্চেও একসঙ্গে, দেখা যায়নি অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে।  সরকারি  অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত থাকলেও ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি কাজল। এ প্রসঙ্গে অনুব্রত কোনও মন্তব্য করেননি। তবে সিউড়ির বিধায়ক তথা জেলা কোর কমিটির. আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেছিলেন, ‘এটা প্রশাসনিক অনুষ্ঠান, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। জেলা প্রশাসনের তরফ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাঁদের ইচ্ছে হয়েছে এবং সময় হয়েছে তাঁরা এসেছেন। বাকিরা হয়তো পরে কখনও আসবেন।’

 ১৩৩তম পাথরচাপুড়ি মেলার উদ্বোধন উপলক্ষে হজরত দাতা মেহবুর শাহ ওয়ালির মাজারের বাইরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে অনুব্রত ছাড়াও ছিলেন জেলাশাসক বিধান রায়, রাজ্যের মন্ত্রী চন্দ্ৰনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী,  অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক-সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায়  কাজল শেখের নাম থাকলেও তিনি ‘ আসেননি। তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। বিরোধী শিবিরের এক নেতার টিপ্পনী, “কোর কমিটির বৈঠক ডেকেও অনুব্রত অনুপস্থিত থেকে এ দিন অনুব্রতের সঙ্গে এক মঞ্চে কার্যত কাজলকে এড়িয়ে গিয়েছিলেন। উপস্থিত না থেকে কাজলও একই কাজ করলেন না তো?”  মঞ্চে বক্তব্য রাখতে উঠে মেলার পার্কিংয়ের জায়গা নিয়ে সমস্যার কথা তুলেছিলেন অনুব্রত। তিনি বলেন, “মেলার বড় পার্কিংয়ের জায়গা প্লট করে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এটা হলে মেলার আয়তন অনেক ছোট হয়ে যাবে। আমি ওয়াকফ বোর্ডকে বলব জায়গাটি কিনে নিতে। প্রয়োজনে আমি এই বিষয়ে মমতা দিদির সঙ্গে কথা বলব।” বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসনও।

আরও পড়ুন, দেবাংশুর উল্টো সুর সৌগতর, ‘মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আমি মনে করি না এই নিয়ে হইচই করা উচিত’

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

আরও দেখুন



Source link