NOW READING:
SSC Case | Bratya Basu: ‘যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করতে আমাদের কোনও আপত্তি নেই’!
April 11, 2025

SSC Case | Bratya Basu: ‘যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করতে আমাদের কোনও আপত্তি নেই’!

SSC Case | Bratya Basu: ‘যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করতে আমাদের কোনও আপত্তি নেই’!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি বাতিল বিতর্কে আশার আলো? ‘যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করতে আমাদের কোনও আপত্তি নেই’, চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। জানালেন, যোগ্য-অযোগ্য তালিকা আমাদের আছে। সিবিআইয়ের থেকে প্রাপ্ত তালিকা SSC-র হাতে আছে। কোনও অসুবিধা নেই. যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই’।

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ২৬ হাজার চাকরি! চাকরি ফেরতের দাবিতে পথে শিক্ষকরা। আজ, শুক্রবার বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন SSC চেয়ারম্যানও। আড়াই ঘণ্টা ধরে চলল বৈঠক।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওরা যা বলেছেন, সেগুলি সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ আছে, আমরা আইনি পরামর্শ ছাড়া কোনও কাজই করতে পারব না। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সংগত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা দাবি করেছেন, যোগ্য-অযোগ্যের তালিকা SSC যেন প্রকাশ করে। SSC-র কাছে অবশ্যই তথ্য আছে। সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তিনবার হলফনামা দিয়ে SSC আদালতে জানিয়েছে। অর্থাত্‍ যোগ্য-অযোগ্য তালিকা আমাদের আছে’।

শিক্ষামন্ত্রীর সাফ কথা, ‘ওরা দাবি করছে, SSC যেন ওয়েবসাইটে তুলে দেয়। আমাদের তাতেও আপত্তি নেই। কোনও অসুবিধা নেই। আমি SSC জিজ্ঞেস করেছি। SSC-র কোনও অসুবিধা নেই। সিবিআইয়ের থেকে প্রাপ্ত তালিকা তাদের হাতে আছে। কোনও অসুবিধা নেই. যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই’। কবে প্রকাশ হবে তালিকা? তিনি বলেন, ‘আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে, হপ্তা দেড়েক দুয়েকের মধ্যেই নিষ্পত্তি করতে পারব’।

আরও পড়ুন:  SSC Case | Bratya Basu: ‘যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করতে আমাদের কোনও আপত্তি নেই’!

আরও পড়ুন:  Kalighat Skywalk: নববর্ষের আগেই খুলছে চোখ ধাঁধানো, তাক লাগানো কালীঘাট স্কাইওয়াক! দেখুন প্রথম ছবি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link