# Tags
#Blog

পরনে রয়্যালস জার্সি, পিঠে ২৩ নম্বর, তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত এড শিরান, সঙ্গী রিয়ান পরাগ

পরনে রয়্যালস জার্সি, পিঠে ২৩ নম্বর, তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত এড শিরান, সঙ্গী রিয়ান পরাগ
Listen to this article


বেঙ্গালুরু: কখনও তিনি বন্ধুর স্কুটি চেপে অবলীলায় জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেরান, কখনও আবার বেঙ্গালুরুর রাস্তায় বাস্কিং করতে দেখা যায় তাঁকে। এবার এড শিরানকে (Ed Sheeran) দেখা গেল ব্যাট হাতে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে ব্যাট, বলের খেলায় মত্ত হতে।

বর্তমানে যে এড শিরান ১৫ দিনের ভারত সফরে এসেছেন এবং একাধিক কনসার্ট করেছেন ও আরও করবেন, সেই বিষয়টা এতদিনে মোটামুটি সবাই জেনে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর অরিজিৎ সিংহের স্কুটির পিছনে বসে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল। বেঙ্গালুরুর রাস্তায় বাস্কিং করার সময় পুলিশকর্মীর তাঁর গিটারসহ বিভিন্ন বক্সের তার খুলে দেওয়ার ভিডিও নেটিজেনদের দ্বিধাবিভক্ত করেছে। এবার ‘গার্ডেন সিটি’-তে তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে গিটার বা মাইক হাতে নয়, দেখা গিয়েছে ব্যাট হাতে। ঘটনাটির ভিডিও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

রবিবার বেঙ্গালুরুতে এড শিরানের কনসার্ট ছিল। তার পূর্বেই তিনি রিপোর্ট অনুযায়ী বেঙ্গালুরুর ব্রিজেশ পটেল ক্রিকেট অ্যাকাডেমিতে যান। সেখানে তাঁর সঙ্গী ছিলেন রাজস্থান রয়্যালসের দুই তারকা ক্রিকেটার রিয়ান পরাগ ও তুষার দেশপাণ্ডে। তুষার, পরাগদের বিরুদ্ধে ব্যাটিং করতে দেখা যায় শিরানকে। অ্যাকাডেমির তরুণরাও তারকাদের সামনে থেকে চাক্ষুষ করে উচ্ছ্বসিত তো ছিল বটেই। গোটা ভিডিওটি শিরানের চার্চ স্ট্রিটে বাস্কিং সেশনের আগেই হয়েছিল।

এদিন শিরানের পরণে ছিল রাজস্থান রয়্যালসের নতুন জার্সি। সেই জার্সি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ জার্সির পিছনে নম্বরটা ছিল ২৩। যেই নম্বর পরে প্রথম রয়্যাল হিসাবে পরিচিত দলের কিংবদন্তি তথা একমাত্র আইপিএলবিজয়ী অধিনায়ক শেন ওয়ার্ন মাঠে নামতেন। শিরান এবং ওয়ার্নের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ছিল। এই বিশেষ জার্সি শিরানকে উপহার হিসাবে দেওয়া হয়। এই উপহার পেয়ে আবেগঘন হয়ে পড়েন শিরান। তাঁকে বলতে শোনা যায়, ‘ও ওয়াও! শেনের জার্সি নম্বর দেওয়া রয়েছে পিছনে।’

 


মজাদার এই সেশনের পরে তুষার ও রিয়ানের সঙ্গে শিরান একসঙ্গে পোজ় দিয়ে ছবিও তোলেন। শিরানের হাতে যেখানে রাজস্থান রয়্যালসের জার্সি ছিল, সেখানে রিয়ানদের হাতে ছিল শিরানের প্রাণপ্রিয় ফুটবল ক্লাব ইপস্যুইচ টাউনের জার্সি। গোটা ঘটনার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো হয়েইছে, সকলের প্রশংসাও কুড়িয়ে নিচ্ছে।  

আরও পড়ুন: ‘অনন্যা পাণ্ডে…’ নিজের ভাইরাল সার্চ হিস্ট্রি নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়ান পরাগ 

আরও দেখুন





Source link

Acharya Satyendra Das | Ayodhya Ram Mandir chief priest: ৩২ বছর ধরে রামলালার পূজারী! প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস…

Acharya Satyendra Das | Ayodhya Ram Mandir

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal