A R Rahman | Ed Sheeran: রহমান-শিরান সাক্ষাতে ঝড়ের ইঙ্গিত, হাতে হাত রাখাই ইতিহাসের হাতছানি!
![A R Rahman | Ed Sheeran: রহমান-শিরান সাক্ষাতে ঝড়ের ইঙ্গিত, হাতে হাত রাখাই ইতিহাসের হাতছানি! A R Rahman | Ed Sheeran: রহমান-শিরান সাক্ষাতে ঝড়ের ইঙ্গিত, হাতে হাত রাখাই ইতিহাসের হাতছানি!](https://i3.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/05/519428-rahman-sheeran.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর মুম্বইয়ে কনসার্টে মাতিয়ে গিয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরান (ED Sheeran)। এবার আবারও ভারতের মাটিতে ফিরেছেন। আজ তথা ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই কনসার্টের আগেই এ আর রহমানের (A R Rahman) সঙ্গে সাক্ষাৎ সেরে নিলেন গায়ক। ঝড়ের গতিতে ভাইরাল শিরান রহমান সাক্ষাতের সেই ছবি।
আরও পড়ুন- Fact Check | Nora Fatehi: বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা! খাদে পড়ে মৃত্যু নোরা ফতেহির?
অস্কারজয়ী সংগীত শিল্পী এ আর রহমানের সঙ্গে শিরানের সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এ আর রহমান যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি সোফায় আমেরিকান পপ গায়কের সঙ্গে বসে আছেন এ আর রহমান এবং ছেলে এ আর আমিন। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে রহমান বসে রয়েছেন এডিটরের আসনে এবং ছবি তুলছেন শিরান। সংগীত জগতের অনন্য দুই তারকাকে একফ্রেমে দেখে।
আরও পড়ুন- Sonu Nigam Kolkata Concert: কলকাতায় সোনু নিগমের শো, ৬০ হাজারে বিকোচ্ছে টিকিট! কনসার্টের আগেই গায়ক বললেন…
সংগীতশিল্পী এড শিরান এবার ভারত সফরে মোট ছয়টি শহরে কনসার্ট করবেন। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে। চেন্নাইয়ে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক এই পথ তারকার কনসার্ট।
এর আগে, গত ৩০ জানুয়ারি পুনেতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই আমেরিকান গায়ক। পুনে লেখা একটি টি-শার্ট পরে মঞ্চ কাঁপিয়েছিলেন শিরান। পুনেতে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন। এবার পালা চেন্নাইয়ে। এ আর রহমানের সঙ্গে সাক্ষাত্ কি তাহলে বড় কোনও কোলাবের ইঙ্গিত দিচ্ছে, আশায় বুক বাঁধছেন সঙ্গীতপ্রেমীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)