# Tags
#Blog

Footballer Death: একই ঘটনায় ১ মাসে ৩ জনের মর্মান্তিক প্রয়াণ! শোকস্তব্ধ ফুটবলবিশ্বের বিশ্বাসই হচ্ছে না…

Footballer Death: একই ঘটনায় ১ মাসে ৩ জনের মর্মান্তিক প্রয়াণ! শোকস্তব্ধ ফুটবলবিশ্বের বিশ্বাসই হচ্ছে না…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২২ বছর বয়সে প্রয়াত ইকুয়েডরের (Ecuador) ফুটবলার মার্কো আনগুলো (Marco Angulo)! এই আন্তর্জাতিক মিডফিল্ডার প্রাণ হারালেন ভয়ংকর গাড়ি দুর্ঘটনায়। তাঁর গাড়ি এক লোহার কাঠামোয় ধাক্কা মেরেছিল। সেই দুর্ঘটনায় মার্কো মস্তিষ্ক এবং ফুসফুসে চোট পেয়েছিলেন।

গত ৭ অক্টোবর থেকে মার্কো হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তারদের শত চেষ্টাতেও তাঁকে আর বাঁচানো গেল না। গত সোমবার শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। ঘটনা এখানেই শেষ নয়। ওই গাড়িতে ছিলেন আরও দুই জুনিয়র ফুটবলার- রবার্টো কাবেজাস সিমিস্তেরা ও ভিক্টর চারকোপা নাজারেনো! তাঁরা গতমাসেই মারা যান এই গাড়ি দুর্ঘটনায়।

আরও পড়ুন: নবাবের শহরের পরাধীনতায় দমবন্ধ লাগত! রাহুল-বিস্ফোরণে ছিন্নভিন্ন ভারতীয় ক্রিকেট…

ইকুয়েডরের ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ইকুয়েডর ফুটবল ফেডারেশন মার্কো আনগুলো মৃত্যুতে গভীর শোকাহত। মার্কো লা ত্রির প্রাক্তন খেলোয়াড়, যে প্রতিটি সুযোগেই নিজের প্রতিভা এবং নিষ্ঠার সঙ্গে দেশের পতাকার মান রেখেছে। মার্কো শুধুই একজন অসামান্য খেলোয়াড় ছিলেন না, একজন দুর্দান্ত সতীর্থও ছিলেন। হৃদয়ে আজ গভীর দুঃখ, বিশেষ করে যাঁরা তাঁর সঙ্গে অগণিত যাত্রার শামিল। ট্রেনিং থেকে শুরু করে ম্যাচে ছিল তাঁরা। এই কঠিন সময়ে মার্কোর পরিবার ও সতীর্থদের পাশে রয়েছি। ওর প্রিয়জন, এই কঠিন সময়ে শক্তি কামনা করছি। রেস্ট ইন পিস মার্কো।’

মার্কো দু’ ইকুয়েডরের জার্সিতে খেলেছেন। ২০২৩ সালের নভেম্বরে ইরানের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। ২২ বছর বয়সী মার্কো মেজর লিগ সকার সাইড এফসি সিনসিনাটি থেকে এলডিইউ কুইটোতে লোনে গিয়েছিলেন।

আরও পড়ুন: ‘পাকিস্তানের ২০০ বিড়ালের চুল কাটা হয়ে যাবে’… কোন বিলে মাথা ঘুরছে সুইং সুলতানের!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal