<p style="text-align: justify;"><strong>সুনীত হালদার, হাওড়া: </strong>আগামী শনি ও রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে। ওই দুদিন পরীক্ষার্থীদের কথা ভেবে অনেকগুলো স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হল পূর্ব রেলের পক্ষ থেকে। হাওড়া ডিভিশনে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে অনেকগুলো ট্রেন চলবে। এই লোকাল ট্রেনগুলি প্রতিটি স্টেশনেই থামবে। পূর্ব রেলের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক যে যে স্পেশাল ট্রেনগুলো চালানো হবে দুদিন, তার সময়সূচি-</p>
<p style="text-align: justify;">পূর্ব রেল সূত্রে খবর, শনি ও রবিবার মিলে মোট ৪৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। তার মধ্যে শনিবার চলবে ১২টি স্পেশাল ট্রেন ও রবিবার চলবে ৩২টি। শনিবার অর্থাৎ ১৬ নভেম্বর হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেন ভায়া ডানকুনি হাওড়া থেকে ছাড়বে দুপুর ১.৩২ এ। ডানকুনিতে সেই ট্রেন ঢুকবে ১.৫৪ তে। বর্ধমানে সেই ট্রেন ঢুকবে বিকেল ৩.৪৫ এ। হাওড়া থেকে আরও একটি ট্রেন ছাড়বে ব্যান্ডেলের উদ্দেশ্যে বিকেল ৩.৪০ এ। ব্যান্ডেলে ঢুকবে বিকেল ৪.৩৫ এ। বর্ধমানে পৌঁছবে সেই ট্রেন বিকেল ৫.৫৫ তে। আরও একটি হাওড়া থেকে ট্রেন ছাড়বে সেদিন সন্ধে ৬.৫৭ তে। ভায়া ডানকুনি সেই ট্রেনটি ডানকুনিতে ঢুকবে সন্ধে ৭.১৯ এ। এরপর বর্ধমানে ঢুকবে রাত ৯.১৫-এ।</p>
<p style="text-align: justify;">আবার বর্ধমান থেকে সেই একই দিনে ভায়া ডানকুনি ট্রেনটি ছাড়বে ভোর ৫.৪ এ। সেই ট্রেন ডানকুনিতে ঢুকে ৬.২৯ এ। হাওড়াতে ঢুকবে সকাল ৭.১০ এ। আরও একটি ভায়া ডানকুনি স্পেশাল বর্ধমান থেকে ছাড়বে সকাল ৬.৫ এ। ডানকুনিতে ঢুকবে ৭.৩১ এ। হাওড়াতে ঢুকবে সকাল ৮.১৫ তে। বর্ধমান-হাওড়া ভায়া ব্যান্ডেল ট্রেনটি ৫.৪২ এ বর্ধমান থেকে ছাড়বে। ৭.১ এ ব্যান্ডেলে ঢুকবে। ৮.০৮ এ ঢুকবে হাওড়াতে। </p>
<p style="text-align: justify;"><strong>এছাড়াও দেখে নেওয়া যাক কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেনগুলো-</strong></p>
<p style="text-align: justify;"><strong>হাওড়া-মেমারি-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে সকাল ৭.৫০ ও শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০-এ। আবার উল্টোদিকে মেমারি থেকে স্পেশাল ট্রেনটি প্রথম ছাড়বে সকাল ৫.১৫ তে ও শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৩.৪০ এ। </p>
<p style="text-align: justify;"><strong>ব্যান্ডেল-মেমারি-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে সকাল ৭.৫০ ও শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০-এ। আবার উল্টোদিকে মেমারি থেকে স্পেশাল ট্রেনটি প্রথম ছাড়বে সকাল ৫.১৫ তে ও শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৩.৪০ এ। </p>
<p style="text-align: justify;"><strong>ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪.২০ তে। মেমারি থেকে ট্রেনটি ছাড়বে রাত ৯.২৬ এ। </p>
<p style="text-align: justify;"><strong>রবিবারের সময়সূচি</strong></p>
<p style="text-align: justify;"><strong>হাওড়া-বর্ধমান-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে প্রথম ছাড়বে দুপুর ১.৩২ এ। শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৩.৪০ এ। অন্য়দিকে বর্ধমান থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৫.০৪ এ। শেষ ট্রেনটি ছাড়বে সকাল ৫.৪২ এ। </p>
<p style="text-align: justify;"><strong>হাওড়া-ব্যান্ডেল-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে প্রথম ছাড়বে সকাল ৮.৪৫ এ। শেষ ট্রেনটি ছাড়বে সকাল ১০.৩০ এ। অন্য়দিকে ব্যান্ডেল থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৫.৪০ এ। শেষ ট্রেনটি ছাড়বে সকাল ১০.৩০ টায়।</p>
<p style="text-align: justify;"><strong>হাওড়া-মেমারি-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে সকাল ৭.৫০ ও শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০-এ। আবার উল্টোদিকে মেমারি থেকে স্পেশাল ট্রেনটি প্রথম ছাড়বে সকাল ৫.১৫ তে ও শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৩.৪০ এ। </p>
<p style="text-align: justify;"><strong>ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে ব্যান্ডেল থেকে ভোর ৪.২০ তে। মেমারি থেকে ট্রেন ছাড়বে রাত ৯.২৬ এ।</p>
<p style="text-align: justify;"><strong>হাওড়া-শ্রীরামপুর-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৭.৪৫ এ। শ্রীরামপুর থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৮.৪০ এ। </p>
<p style="text-align: justify;"><strong>হাওড়া-শেওড়াফুলি-হাওড়া</strong></p>
<p style="text-align: justify;">এই রুটে হাওড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭.৩০ এ। শেষ ট্রেন ছাড়বে সকাল ১০.২৫ এ। শেওড়াফুলি থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৮.২০ তে। শেষ ট্রেনটি ছাড়বে সকাল ১১.২৫ এ। </p>
<p style="text-align: justify;">হাওড়া-বারুইপাড়া-হাওড়া</p>
<p style="text-align: justify;">হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ৯.৪০ এ। বারুইপাড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১১.০৫ এ। </p>
Source link
পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা শনি, রবিবার, হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

+ There are no comments
Add yours