NOW READING:
Kolkata Metro: দেড় মাস বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! বিশাল বড় আপডেট, জেনে নিন খুঁটিনাটি…
January 14, 2025

Kolkata Metro: দেড় মাস বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! বিশাল বড় আপডেট, জেনে নিন খুঁটিনাটি…

Kolkata Metro: দেড় মাস বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! বিশাল বড় আপডেট, জেনে নিন খুঁটিনাটি…
Listen to this article


অয়ন ঘোষাল: ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। গ্রীন লাইন ১ এবং গ্রীন লাইন ২ উভয় পরিষেবা সম্পূর্ণ বন্ধ। খুব দ্রুত জুড়তে চলেছে শিয়ালদহ থেকে বৌবাজার হয়ে এসপ্ল্যানেড।  একটি বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করে হাই ডেফিনিশন সিগন্যাল ব্যবস্থা প্রবর্তন হচ্ছে এই রুটে। গোটা মেট্রো রুট বন্ধ রাখতে হবে। শিয়ালদা, এসপ্ল্যানেড রুটে প্রতীক্ষার অবসান! জানুয়ারিতেই জুড়বে ইস্ট ওয়েস্ট মেট্রো! 

আরও পড়ুন:  চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে, সোমবার শুনানির আশায় আইনজীবীরা

কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন সকলে। বিশেষ করে যারা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাঁদের স্বপ্নপূরণ হতে চলেছে। জানা যাচ্ছে, চলতি বছরের মার্চে শিয়ালদহ-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে ফিটনেস পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হবে। ২০২৪ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল যে নতুন বছরের জানুয়ারি মাসেই ট্রায়াল রান শুরু হতে পারে শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে। গত মাসেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখায় ট্রলি পরিদর্শন করেন। 

বেশ কয়েকটি বিপর্যয়ের পর এই অংশের কাজ প্রায় শেষের দিকে বলে খবর। এবার শুধু বাকি আছে সিগন্যাল ব্যবস্থার ঢালাও রদবদল। সম্পূর্ণরূপে চালু হলে ইস্ট-ওয়েস্ট করিডর, যা গ্রিন লাইন নামেও পরিচিত, যা আপাতত গ্রীন লাইন ১ এবং ২ , দুটি ভাগে পরিষেবা দিচ্ছে, সেটি সম্পূর্ণ হয়ে গেলে হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-এর সংযোগ স্থাপন করবে। বর্তমানে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে এবং শিয়ালদহ-সেক্টর ৫ রুটে মেট্রো চলছে। 

আরও পড়ুন: রেল লাইনে ‘মেগা ব্লক’, টানা ৪ দিন বন্ধ! চলবে না শিয়ালদহ-ডানকুনি শাখায় লোকাল ট্রেন

এখন সকলেই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো কবে ছুটবে সেটার জন্য। বিশ্বমানের অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ঢেলে সাজানো হচ্ছে। সেই কাজে প্রায় দের মাস সময় লাগবে। তাই এই গোটা সময়টা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। নতুন সিগন্যালিং ব্যবস্থা রেডি হয়ে গেলে রুটটি পরিদর্শনের জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হবে। এই আবেদন গৃহীত হলেই শিয়ালদা-এসপ্ল্যানেড অবধি বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রর পুরো ১৬ কিমি অবধি সচল হয়ে যাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link