NOW READING:
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
November 25, 2024

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Listen to this article


বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারি মাঝে ফের উঠল বিস্ফোরক অভিযোগ। জন সাধারণের দাবি অনুযায়ী, রাজ্য সরকারের যে প্রকল্প শো স্টপার, এবার সেই প্রকল্প নিয়েই উপনির্বাচনে জয়ের পর উঠে এল গুরুতর অভিযোগ ! পূর্ব মেদিনীপুর জেলায় ট্যাবের টাকা না পাওয়ার পর এবার, তমলুক শহরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ এলাকার মহিলাদের। প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। শুরু রাজনৈতিক তরজা।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?

সদ্য বৃহস্পতিবারই এরাজ্যে সুখবর দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ডিসেম্বর থেকে আরও মহিলারা পাবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন,  লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে, নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে। এরজন্য   প্রতিবছর অতিরিক্ত ৬২৫ কোটি টাকা খরচ হবে রাজ্যের। সংখ্যাটা হবে ২ কোটি ২১ লক্ষ। পয়লা ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে।’

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?

মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার বাংলার অমূল্য সম্পদ। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পে যে আবেদনগুলি পাই, সেগুলি সবই দেখেন বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২৪ হাজারের মতো আবেদন এসেছিল। পাশাপাশি দুয়ারে সরকারের মাধ্যমেও আবেদন এসেছিল বলে তিনি জানিয়েছিলেন। সেই সব মিলিয়ে আগামী ডিসেম্বর মাসে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে এই টাকা দেওয়া হবে।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?

আরও পড়ুন, BJP বিধায়কদের নিয়ে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?

 তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য ‘শিল্প।’ যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়,  লক্ষ্মীর ভাণ্ডারের কথা। যে ভোট জিতলে তৃণমূল সরকারের থেকে অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। কিন্তু চব্বিশের ভোটের পর যাবতীয় সমীক্ষাকে কুপোকাৎ করে বাংলায় ওঠে ফের সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার।’এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছিল। নাম দেওয়া হয় মহালক্ষ্মী যোজনা।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও দেখুন



Source link