NOW READING:
প্রথমে অপহরণ, গভীর রাতে যেভাবে পাওয়া গিয়েছিল ময়নার BJP নেতাকে ! পুণেতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত
January 4, 2025

প্রথমে অপহরণ, গভীর রাতে যেভাবে পাওয়া গিয়েছিল ময়নার BJP নেতাকে ! পুণেতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

প্রথমে অপহরণ, গভীর রাতে যেভাবে পাওয়া গিয়েছিল ময়নার BJP নেতাকে ! পুণেতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত
Listen to this article


পূর্ব মেদিনীপুর: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১। পুণে থেকে NIA-র হাতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। পলাতক মোহনের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতার পরোয়ানা জারি হয়েছিল। এর আগে এই মামলায় নবকুমার মণ্ডল ও শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়।

২০২৩ সালের ১ মে, ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্ত করছে NIA। 

আরও পড়ুন, বাংলা থেকে মাত্র ৫১ কিমি দূরে আনসারুল্লা বাংলা টিমের ঘাঁটি ! নদীর চরকে কাজে লাগিয়ে তৈরি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র

বিস্তারিত আসছে…

আরও দেখুন



Source link