NOW READING:
জনবহুল রাস্তায় অস্ত্রের কোপ, কালনায় যুবকের গলার নলি কেটে খুন
February 19, 2025

জনবহুল রাস্তায় অস্ত্রের কোপ, কালনায় যুবকের গলার নলি কেটে খুন

জনবহুল রাস্তায় অস্ত্রের কোপ, কালনায় যুবকের গলার নলি কেটে খুন
Listen to this article



<p><strong>রানা দাস, পূর্ব বর্ধমান: </strong>কালনায় জনবহুল রাস্তায় এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন। গ্রেফতার অভিযুক্ত গৃহবধূ। পুলিশ সূত্রের খবর গৃহবধূর সঙ্গে ওই যুবকের একসময় বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সূত্রের খবরস অভিযুক্ত গৃহবধূ পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে।&nbsp;</p>
<p>এদিন সকাল এগারোটা নাগাদ মোটর বাইক করে ওই যুবক গৃহবধুর বাড়ির সামনে আসে। দুজনের মধ্যে বচসা হয়। বাড়ি থেকে ধারাল অস্ত্র এনে গৃহবধূ ওই বিবাহিত যুবককে কোপাতে শুরু করে। গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। যা দেখে চক্ষু চড়ক গাছ প্রত্যক্ষদর্শীদের। তবে কেউ আটকাবার সাহস দেখায়নি। সুত্র মারফত খবর ওই গৃহবধুর সঙ্গে যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে কিছুদিন হল সম্পর্কে চির ধরেছিল। তবে মৃত যুবকের পরিবারের দাবি মেয়েটি বোনের মত ছিল। ছেলেটিকে ফোন করে ডেকে গৃহবধূ প্রথমে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে ও তারপরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।</p>
<p>৩ ফেব্রুয়ারি, দত্তপুকুরের বাজিতপুরে উদ্ধার হয় একটি মুণ্ডহীন দেহ। পরে জানা যায়, দেহটি হজরত লস্কর নামে এক দুষ্কৃতীর। জমমু থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত জলিলকে। দত্তপুকুরের ঘটনায় ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর, মিলেছে সেই কাটা মাথার খোঁজ। বামনগাছির পশ্চিম মুরালির একটি ডোবা থেকে উদ্ধার করা হল কাটা মাথা। নিজের হাতেই, ডোবা থেকে মুণ্ড তুলে আনে খুনের ঘটনায় ধৃত জলিল। কীভাবে খুন করা হয়েছিল হজরত লস্করকে? মঙ্গলবার ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয় জলিল।<br /><strong><br /></strong>অভিযোগ, খুনের সময় ঘটনাস্থলে ছিল জলিলের স্ত্রী সুফিয়াও। এরপর ২ জনকে সঙ্গে নিয়ে কাটা মাথার খোঁজে যায় পুলিশ। পুলিশকে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেয় জলিলই। ডোবা থেকে উদ্ধার করা হয় যুবকের কাটা মাথা। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও নিহত হজরতের মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। কেন নৃশংসভাবে খুন করা হল হজরতকে? পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরায় উঠে এসেছে একাধিক কারণ। জলিলের স্ত্রী সুফিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল হজরতের। এছাড়া, চুরির জিনিসের বখরা নিয়ে গন্ডগোল, এমনকী, একাধিকবার পুলিশকে খবর দিয়ে জলিলকে ধরিয়েও দিয়েছিল হজরত। সেই আক্রোশ থেকেই খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় নিহতের মাসতুতো ভাই-সহ চারজন গ্রেফতার হয়।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="South Dinajpur News: ভুয়ো নথির বিনিময়ে সিমকার্ড কিনে প্রতারণা, গ্রেফতার তিন" href="https://bengali.abplive.com/district/south-dinajpur-news-three-arrested-for-buying-sim-cards-in-exchange-for-fake-documents-1121286" target="_self">South Dinajpur News: ভুয়ো নথির বিনিময়ে সিমকার্ড কিনে প্রতারণা, গ্রেফতার তিন</a></strong></p>



Source link