কলকাতা: রবিবার, ১৮ অগাস্টের বিকেল সাক্ষী থেকেছিল এক অভিনব দৃশ্যের। কলকাতার তিন প্রধান ফুটবল দল, ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan)ও মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) সমর্থকরা একত্রিত হয়ে আর জি কর কাণ্ডর (RG Kar Doctor Death) প্রতিবাদে ন্যায়বিচারে নেমেছিল। এবার মঙ্গলবার বিকেলেই তিন প্রধানের ক্লাবের তরফে এক যৌথ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল।
মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে দিয়ে বিকেল ছয়টা নাগাদ তিন প্রধানের কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করবেন বলে জানানো হয়েছে। মোহনবাগানের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের সাধারণ সম্পাদক রূপক সাহা ও মহামেডান স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আমেদ রাজু সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ময়দানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই বৈঠক আয়োজিত হবে বলে জানানো হয়েছে।
Notice pic.twitter.com/JIHgVpucAn
— Mohun Bagan (@Mohun_Bagan) August 20, 2024
যদিও ঠিক কী কারণে এই বৈঠক ডাকা হয়েছে, তা জানা না গেলেও, মনে করা হচ্ছে আর জি কর কাণ্ডের বিষয়ে তিন প্রধান ক্লাবের অবস্থান স্পষ্ট করতেই এই বৈঠক করা হবে। ক্লাবের সমর্থকরা ন্যায়বিচারের দাবিতে মাঠে নামলেও, তিন প্রধানের ক্লাব কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও পর্যন্ত চুপই ছিল। সেই নিয়ে সমালোচিতও হয়েছে তিন প্রধান। তবে ক্লাবের তরফে এবার সেই বিষয়ে কথা বলা হতে পারে বলে ধারণা।
ক্লাবের তরফে কোনও বিবৃতি এখন পর্যন্ত না আসলেও, ক্লাবের তারকারা কিন্তু বিভিন্নভাবে আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, মুখ খুলেছেন। মোহনাবাগান অধিনায়ক শুভাশিস বসু তো রবিবার সমর্থকদের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। তাঁর বাগদত্তা কস্তুরী ছেত্রীও তাঁর সঙ্গে ছিলেন। তিনি সমর্থকদের এই প্রতিবাদ মিছিলের জন্য ধন্যবাদ তো জানানই পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক এবং দ্রুত শাস্তির দাবিও তোলেন।
সোমবার কলকাতা লিগে আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এক বিশেষ বার্তা তুলে ধরেন সাদা-কালো শিবিরের ফুটবলাররাও। এরিয়ানের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলতে নেমেছিল মহমেডান। সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছে মহমেডান। ম্যাচে হ্যাটট্রিক করেন ইসরাফিল দেওয়ান। চতুর্থ গোলটি করেন মহীতোষ রায়। ম্যাচের পর গ্যালারির সামনে গিয়ে ‘জাস্টিস ফর আর জি কর’ লেখা টি-শার্টের সঙ্গে ছবি তোলেন ম্যাচের দুই স্কোরার। ইস্টবেঙ্গল তারকা শৌভিক চক্রবর্তীও ডার্বি বাতিল নিয়ে মুখ খুলেছিলেন। পরে অবশ্য তাঁর অ্যাকাউন্ট ডিলিট হয়। সব মিলিয়ে আর জি কর কাণ্ড যে ময়দানের প্রতিদ্বন্দ্বীদেরও এক করে দিয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনার দলে নেই লিওনেল মেসি
আরও দেখুন