জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনাল পর্বের ফিরতি ম্যাচে ১ গোল এগিয়ে থেকেও আর্কাদাগের কাছে হারল লাল-হলুদ বাহিনী। এর আগে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আর্কাদাগ। ফলে দুই পর্ব মিলিয়ে আর্কাদাগের কাছে ১-৩ ব্যবধানে হারল ইস্টবেঙ্গল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
হোম ম্যাচে হার, তবে অ্যাওয়ে ম্যাচে কিন্তু আগ্রাসী মেজাজেই শুরু করে ইস্টবেঙ্গল। এমনকী, প্রথম মিনিটেই গোল করে ফেলেন মেসি বৌলি। ফ্রিকিক থেকে বিপক্ষের বক্সের সামনে বল পেয়ে যান তিনি। হেডে বল নামিয়ে তিনি দেন দিমিত্রি দিয়ামান্তাকোসকে। তিনি আবার বল ফেরত দেন মেসিকে। ঠান্ডা মাথায় গোল করতে ভুল করেননি লাল-হলুদ স্ট্রাইকার। কিন্তু ৩৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। আর তাতেই সমস্যায় পড়ে যায় অস্কার ব্রুজোর ছেলেরা। ম্যাচের বাকি সময়টা খেলতে হয় ১০ জনে।
৮৭ মিনিট পর্যন্ত এফসি আর্কাদাগের আক্রমণ সামাল দিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। এরপর দলকে সমতায় ফেরান আন্নাদুর্দিয়েভ। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে এগিয়ে যায় আর্কাদাগ। এবার গোল করেন হাইডিরো।
আরও পড়ুন: IPL 2025: ২৬ বছরেই পরপর ICC ট্রফি! ১৮ কোটিতে খেলবেন IPL, প্রীতির সঙ্গে কী সম্পর্ক এই ভারতীয়র?
আরও পড়ুন: EXPLAINED | Indian Players White Blazers: রোহিতরা কেন পরেছিলেন দুধ সাদা ব্লেজার? বিশদে জানুন নেপথ্যের কারণ থেকে তাত্পর্য…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours