জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে ৯ নভেম্বর ২০২৪ তারিখটির ভারতীয় ফুটবলে এক আলাদাই মাহাত্ম্য রয়েছে|
শনিবার প্রায় ১০ বছর পর ফের জাতীয় পর্যায়ের কোনও টুর্নামেন্ট মুখোমুখি হল দেশের দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল এবং মহামেডান| ২০১৩-১৪ আই-লিগ শেষবার শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মুখোমুখি হয়েছিল|
আরও পড়ুন-নীরজ চোপড়াকে নিয়ে বিরাট আপডেট! এবার সিংহের দেশে টানা ৩১ দিন করবেন…
এদিনের বড় ম্যাচে কোনও ফুটবলার নয়, চর্চায় থাকলেন ৩২ বছরের দিল্লির রেফারি হরিশ কুন্ডু! তিনি সল্টলেক স্টেডিয়ামে যে রেফারিং করলেন তা নিয়ে প্রশ্ন থেকে যাবে| আলোচনা চলবে|
ম্যাচের বয়স তখন ২৯ মিনিট, মাথা গরম করে, ইস্টবেঙ্গল মিডফিল্ডার নন্দকুমার প্রতিপক্ষের মিডফিন্ডার অমরজিত সিং কিয়ামের উপর হাত চালিয়ে দেন! সঙ্গে সঙ্গে হরিশ লাল কার্ড দেখিয়ে বার করে দিলেন নন্দকে!
ঘটনার রেশ কাটতে না কাটতে আবার হরিশের পকেট থেকে লাল কার্ড বেরিয়ে এল| নন্দকে লাল কার্ড দেখানোর হতাশায় নাওরেম মহেশকে বলে লাথি মেরেছিলেন। সাত মিনিটে হলুদ কার্ড দেখা মহেশকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান হরিশ| মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছাড়েন মহেশও! ৩০ মিনিটে ইস্টবেঙ্গল ৯ জনের দলে পরিণত হয়ে যায়!
ডার্বি ম্যাচে রেফারি কি সঠিক সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন কিন্তু থেকেই গেল| রেফারি চাইলেই সতর্ক করে বুঝিয়ে ছেড়ে দিতে পারতেন ফুটবলারদের| কিন্তু সেই রাস্তায় তিনি হাঁটলেন না!
বড় ম্যাচে খেলা নিয়ন্ত্রণ বাদেও সমর্থকদের উত্তেজনার কথাও মাথায় রাখতে হয়| সে কারণে রেফারিকে অনেক বেশি সতর্ক থাকতে হয়| চলতি আইএসএলে সর্বাধিক কার্ড দেখে ফেলে ইস্টবেঙ্গলল! মোট ২৫ কার্ড! (২১টি হলুদ ও ৪টি লাল)
প্রথমার্ধের এই ঘটনা বাদ দিয়ে সত্যি বলতে খেলা নিয়ে বলার মতো উল্লেখযোগ্য আর কিছুই ছিল না| দুই দলই গোলের সুযোগ পেয়েছিল কিন্তু কেউই গোল করতে পারেনি|
মহামেডান প্রায় এক ঘণ্টার উপর ইস্টবেঙ্গলের থেকে সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে ছিল| পরপর আক্রমণ করেও সাদা-কালো ব্রিগেড শুধুমাত্র ফিনিশ করতে না পারায় গোল পেল না! দেখতে গেলে, প্রতিপক্ষকে রুখে এবং চলতি লিগের প্রথম পয়েন্ট তুলে লাল-হলুদের নৈতিক জয় হল|
লিগের সপ্তম ম্যাচে ড্র করে খাতা খুলল ইস্টবেঙ্গল| তবে এএফসি চ্যালেঞ্জ লিগে আগুনে ফুটবল খেলা ইস্টবেঙ্গলকে যেন এদিন পাওয়াই গেল না! এদিন প্রায় সাড়ে একুশ হাজার দর্শক এসেছিলেন মাঠে| তবে শনি রাতের অভিজ্ঞতা মোটের উপর মন্দই হল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)