NOW READING:
East Bengal: মেসির গোলে জয়ের হ্যাটট্রিক! আইএলএলে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল…
February 26, 2025

East Bengal: মেসির গোলে জয়ের হ্যাটট্রিক! আইএলএলে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল…

East Bengal: মেসির গোলে জয়ের হ্যাটট্রিক! আইএলএলে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আইএসএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে  হায়দরাবাদকে হারিয়ে সুপার সিক্সে যাওয়ার আশাও জিইয়ে রাখল অস্কার ব্রোজোর ছেলেরা। লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন মেসি বাউলি। আর একটি গোল আত্মঘাতী। খেলার ফল ২-০। 

আরও পড়ুন: Maha Shivaratri | Bangladesh: বদলের বাংলাদেশের শিবভক্ত ক্রিকেটার! তাঁর মহাদেববন্দনায় মুগ্ধ নেটপাড়া…

আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ইস্টবেঙ্গল কি সুপার সিক্সে যেতে পারবেন? হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর আশায় বুক বাঁধতেই পারেন লাল-হলুদ সমর্থকরা। এদিন বিরতি পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের চাপ বাড়াচ্ছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোল মুখ যেন কিছুতেই খুলছিল না।

খেলার বয়স তখন ৮৬ মিনিট। হায়দরাবাদের মনোজ মহম্মদ আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর একেবারে অন্তিম লগ্নে সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ান মেসি বাউলি। শেষ পর্যন্ত দু’গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Rachin Ravindra | Champions Trophy 2025: রক্তধারায় ভেসে মাঠ ছেড়েছিলেন! ফিরে অবিশ্বাস্য বিশ্বরেকর্ডে ইতিহাস রাচিনের…

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link