East Bengal FC vs Altyn Asyr: বদলা নেওয়া হল না কুয়াদ্রাতের, লড়েও শেষরক্ষা হল না লাল-হলুদের

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দু’বছর পর নয়, পাক্কা নয় বছর পর এশিয়ান পর্যায়ে খেলতে নামল ইস্টবেঙ্গল। তাও আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন ম্যাচ|  সুপার কাপ জেতার সুবাদে ফের আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল লাল-হলুদ! তবে বুধ সন্ধ্যায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে মশাল জ্বলেও নিভে গেল| তুর্কমেনিস্তানের আলটিন আসির যেন কলকাতায় এল, দেখল ও ৩-২ জয়ে করে চলে গেল| 

আরও পড়ুন:  Vinesh Phogat | Paris Olympics 2024: পদক পাচ্ছেন না ভিনেশ! আবেদন খারিজ আন্তজার্তিক ক্রীড়া আদালতে..

ঐতিহ্যের বিচারে ইস্টবেঙ্গলের ধারেকাছে আসবে না এই ক্লাব| লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব যেখানে  ১০৫ বছর পার করে ফেলেছে, সেখানে আলতিন আলটিন সবে ১৬ বছর| তবে এএফসি কাপ খেলার অভিজ্ঞতায় আলটিন ইস্টবেঙ্গলের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল| এর আগে এএফসি কাপে মোট ৩৫ ম্যাচ খেলে ১৪টিতে জিতেছে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলারই এদিন প্রথমবার এএফসি-র মঞ্চে প্রথমবার খেললেন| এমনকী কোচ হোয়াগেলদিয়েভ  ইয়াজগুলি একাধিকবার তুর্কমেনিস্তানের জাতীয় টিম সামলেছেন। এই দলটাকেও চেনেন হাতের তালুর মতো| একটিও বিদেশিকে না খেলিয়ে তিনি ম্যাচ বার করে নিলেন অনায়াসে| 

ম্যাচের ছয়  মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় ইস্টবেঙ্গল | বাঁ-প্রান্ত ধরে নন্দকুমার সেকরের চকিতে দুর্দান্ত দৌড়| বক্সের ভিতর তিনি ডেভিড লালহানসাঙ্গা খুঁজে নিয়ে বল বাড়ান, ডেভিড নীচু হয়ে হেড করতে গিয়েছিলেন, কিন্তু আলটিন আসিরের গোলরক্ষক বাটির বাবায়েভে বলটি প্রাথমিক ভাবে রুখে দেন, কিন্তু তাঁর গায়ে লেগেই বল পেয়ে যান ডেভিড, সেখান থেকে ডিফেন্ডারদের জটলার মধ্যেই গোল করে বেরিয়ে যান ডেভিড| 

ইস্টবেঙ্গলের সেলিব্রেশন স্থায়ী হল না বেশিক্ষণ| ১৭ মিনিটে আলটিনের হয়ে গোল শোধ করেন মাইরাট আনায়েভ| ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা এক লাইনে দাঁড়িয়ে পড়ায়, প্রভসুখন গিলকে একা পেয়ে, গোল করতে আনায়েভকে বিন্দুমাত্র কষ্ট করতে হ্য়নি| 

এই গোলের রেশ কাটতে না কাটতে ২৮ মিনিটে ইস্টবেঙ্গলকে ১-২ পিছিয়ে যেতে হয়| নুরমুরাদভ সেলিম বিশ্বমানের ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন| গিল এক জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন শুধু| তিনি দেখলেন দূরপাল্লার এক মিসাইল উড়ে এসে সব লণ্ডভণ্ড করে দিল| প্রথমার্ধে ছ’ মিনিট যোগ করা হলেও স্কোরলাইন একই থাকে| 

দ্বিতীয়ার্যের শুরুতেই ইস্টবেঙ্গলের মনোবল ভেঙে দেয় আলটিন| আনায়েভের মাইনাস থেকে মিহালি টিটোভ গোল করে দেন| তখন ম্যাচের বয়স ৫২ মিনিট| তবে ইস্টবেঙ্গল ১-৩ পিছিয়েও হাল ছাড়েনি| ম্যাচে ফেরার মরিয়া প্রয়াস করে| ৫৯ মিনিটে সাউল ক্রেসপো একক দক্ষতায় গোল করে লাল-হলুদ সমর্থকদের সেলিব্রেশনে ভাসিয়ে দেন| ৬৫ মিনিটে ডেভিডের বদলে ক্লেটন সিলভাকে নামিয়ে ইস্টবেঙ্গল কোচ গোল তুলে আনতে চেয়েছিলেন| ৮১ মিনিটে ক্লেটন গোলও করে ফেলেছিলেন, কিন্তু তা বৈধ ছিল না| বাবায়েভ বল ধরার পরেও, ক্লেটন জোর করে শট মেরে, জালে ঢুকিয়ে ছিলেন| ফলে অষ্টেলিয়ার রেফারি আলেকজান্ডার কিং সঙ্গে সঙ্গে গোল বাতিল করে দেন ফাউল দিয়ে|  ৮৯ মিনিটে ঠিক বক্সের  বাইরে ফ্রি-কিক পেয়েছিল ইস্টবেঙ্গল| কিন্তু ক্লেটনের শট তালুবন্দি করে ফেলেন গোলকিপার| সাত মিনিট দ্বিতীয়ার্ধে যোগ করা হয়েছিল, কিন্তু কোনও দলই আর কোনও গোল করতে পারেনি| এরপর ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ (টায়ার থ্রি) খেলবে|  

২০১৮ সালে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে এই আলটিন আসিরের কাছেই দু’পর্যায়ে হেরেছিল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের অসাধারণ টিমকে সেদিন ল্যাজেগোবরে করে ছেড়েছিল তুর্কমেনিস্তানের দল। সেবার বেঙ্গালুরু কোচ ছিলেন এই কার্লেস কুয়াদ্রাতই । লাল-হলুদ কোচের ছ’বছর পর বদলা নেওয়া হল না|

আরও পড়ুন:  Hardik Pandya Dating Update: হদয়ের আকাশে চক্কর কাটছেন তিনি! ব্রিটিশ বোমারু বিমানের হানায় হার্দিকের হিল্লোল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours