NOW READING:
বাংলাতেই সরস্বতী পুজোর মন্ত্র ! ব্যতিক্রমী বইপ্রকাশ পূর্ব বর্ধমানে
February 3, 2025

বাংলাতেই সরস্বতী পুজোর মন্ত্র ! ব্যতিক্রমী বইপ্রকাশ পূর্ব বর্ধমানে

বাংলাতেই সরস্বতী পুজোর মন্ত্র ! ব্যতিক্রমী বইপ্রকাশ পূর্ব বর্ধমানে
Listen to this article


কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাংলা ভাষাতেই সরস্বতী পুজো,ব্যতিক্রমী প্রয়াস পূর্ব বর্ধমানের জামালপুরে। বাংলায় এই প্রথম সরস্বতীর আরাধনার মন্ত্র সম্মলিত বইপ্রকাশ। “মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান”।মাতৃভাষা ও মাতৃভাষায় শিক্ষা নিয়ে বারংবার সওয়ালও করেছেন শিক্ষাবিদরা। তবে এবার আরও একধাপ এগিয়ে এবার মাতৃভাষা বাংলায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজিতা হলেন দেবী সরস্বতী।

Saraswati Puja 2025: বাংলাতেই সরস্বতী পুজোর মন্ত্র ! ব্যতিক্রমী বইপ্রকাশ পূর্ব বর্ধমানে

বাংলাতেই বাগদেবীর আরাধনা,সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা

শুধু তাই নয় পুষ্পাঞ্জলির মন্ত্রও উচ্চারিত হল বাংলায়। বাংলাতেই পুষ্পাঞ্জলি দিলেন সকলে।বাংলা ভাষাতেই হল সরস্বতী পুজো। ব্যতিক্রমী প্রয়াস পূর্ববর্ধমানের জামালপুরে। ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ। বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ। না। এই সংস্কৃত মন্ত্রে অঞ্জলি নয়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা।

“আমি যা বুঝি না,তা আমি অনুভব করি না”, ব্যতিক্রমী সরস্বতী পুজোর আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের

শুধু কী তাই, সরস্বতীর প্রণাম মন্ত্র, “ওম জয় জয় দেবী চরাচর সারে।কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে-এই মন্ত্রও উচ্চারিত হলো বাংলায়।সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে পুজো হল পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে। “আমি যা বুঝি না, তা আমি অনুভব করি না”, সংস্কৃত ভাষা ও সেই ভাষায় উচ্চারিত মন্ত্র বোধগম্য হত না অধিকাংশের কাছেই,তাই মন্ত্রের মর্ম বুঝতে না পেরে তা অনুভবও করতে পারতেন না অনেকে।তাই গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং মন্ত্রকে আরও সহজ সাধারণ করতে মাতৃভাষাতেই ব্যতিক্রমী সরস্বতী পুজোর আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের।

আরও পড়ুন, দত্তপুকুরে উদ্ধার যুবকের দেহ ! মৃত্যুর আগেই ‘পুড়িয়ে দেওয়া হয়েছিল হাত’ ?

মাতৃভাষা বাংলাতে অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারাও

সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ, সরস্বতী পুজো থেকে অঞ্জলি সবই হল বাংলায়।মাতৃভাষা বাংলাতে অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারাও।পড়ুয়ারা জানান,এতদিন সংস্কৃতে মন্ত্রের মানে বুঝতাম না। কিন্তু এবার তার প্রকৃত অর্থ কী বুঝতে পারলাম।এই দিন বাংলায় সরস্বতী মন্ত্রের বইটিরও আনুষ্ঠানিক প্রকাশ হয়। স্কুলের শিক্ষক এবং লেখক মারুত কাশ্যপ বইটি লিখেছেন। সম্ভবত সম্পূর্ণ বাংলায় এই প্রথম সরস্বতীর আরাধনার মন্ত্র সম্মলিত বইও প্রকাশিত হল।এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার,অংশুমান কর-সহ অন্যান্যরা।

 

আরও দেখুন



Source link