NOW READING:
সম্পত্তি বিক্রির টাকা ‘হাতিয়ে নিল’ সন্তানেরা, আশ্রয় চাইতে মাকেই ‘মার’! খোলা আকাশের নিচে বৃদ্ধা
January 8, 2025

সম্পত্তি বিক্রির টাকা ‘হাতিয়ে নিল’ সন্তানেরা, আশ্রয় চাইতে মাকেই ‘মার’! খোলা আকাশের নিচে বৃদ্ধা

সম্পত্তি বিক্রির টাকা ‘হাতিয়ে নিল’ সন্তানেরা, আশ্রয় চাইতে মাকেই ‘মার’! খোলা আকাশের নিচে বৃদ্ধা
Listen to this article


রাণা দাস, পূর্ব বর্ধমান: যার হাত ধরে চলতে শেখা, সেই জন্মদাত্রীকেই মার সন্তানদের ! বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলেমেয়েদের বিরুদ্ধে।

কৌশলে মায়ের সম্পত্তি বিক্রির টাকা নিজেদের নামে করে নিয়েছে ছেলেমেয়েরা বলেও অভিযোগ। এই শীতের রাত্রে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বৃদ্ধা মাকে। অপরের দয়ায় মিলছে খাবার। কোনও কোনও দিন থাকতে হয় অভুক্ত। আশ্রয় পেতে মহাকুমা শাসকের দ্বারস্থ ৮৫ বছরের বৃদ্ধা।মেয়ের বাড়ীতে এলে নিজের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয় মেয়ে।

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় এর নতুন পাড়ায় বৃদ্ধার বাড়ি স্বামী মারা গেছেন অনেক বছর আগে। বৃদ্ধার এক মেয়ে দুই ছেলে ।অভিযোগ, বাপের বাড়ির সম্পত্তি বিক্রির ১৫ লক্ষ টাকা ছেলেমেয়েরা কৌশলে নিয়ে নেয়। এরপর থেকেই আর দেখেন না ছেলে মেয়েরা। সমুদ্রগড়ের নিজের বাড়িতে থাকতে দেয় না ছেলে,তাড়িয়ে দেয়। অন্যদিকে  কালনায় থাকা মেয়ের বাড়িতে গেলেও মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এক বছরের বেশি সময় ধরে আশ্রয় না পেয়ে রাস্তায় রাস্তায় দিনরাত কাটছে তার। রাস্তায় মানুষজন খাবার দিলে খাবার জোটে না হলে অভুক্তই থাকতে হয়।

নিজের মাথা গোজার ঠাঁই ফিরে পেতে কালনার মহকুমা শাসকের দ্বারস্থ হন তিনি।মহকুমা শাসক শুভম আগারওয়াল মৌখিক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন, যুবককে খুবলে যাচ্ছে কুকুর ! পাওনা টাকা চাওয়ায় পোষ্যকে দিয়ে আক্রমণ মালিকের, মর্মান্তিক ঘটনা রায়গঞ্জে

আরও দেখুন



Source link