NOW READING:
২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৫০ যাত্রী ! মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..
March 21, 2025

২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৫০ যাত্রী ! মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..

২টি বাসের মুখোমুখি সংঘর্ষ,  আহত অন্তত ৫০ যাত্রী ! মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..
Listen to this article


কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, বর্ধমানে আহত ৫০ । আলমপুরে বর্ধমান-সিউড়ি 2B জাতীয় সড়কে দুর্ঘটনা। ইলামবাজার-বর্ধমান বাসের সঙ্গে বর্ধমান-গুসকরা বাসের সংঘর্ষ। রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় ২ বাসের অন্তত ৫০জন যাত্রী আহত, বর্ধমান মেডিক্যালে ভর্তি।

East Bardhaman News: ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, এক লহমায় বদলে গেল সব, আহত অন্তত ৫০ যাত্রী !  মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুরে বর্ধমান সিউড়ী এইএইচ টু বি জাতীয় সড়কের আলমপুর মোড়ে দু’টি বেসরকারি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন বাসযাত্রী জখম হয়। আহতদের একটি বাসে করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসের পাশাপাশি  দুটি ছোট গাড়ি করেও আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

স্থানীয় বাসিন্দারা জানান, ইলামবাজার থেকে বর্ধমান মুখী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, বর্ধমান থেকে গুসকরামুখী একটি বেসরকারি বাসের।স্থানীয়দের দাবি,গুসকরামুখী বাসটি রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে বর্ধমানমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  আহত বাসযাত্রী অমিত দাস বলেন, রেষারেষি করে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। গুসকরামুখী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানমুখী বাসের সামনে ধাক্কা মারে।বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল, বলে দাবি অমিত দাসের ।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link