NOW READING:
পরিবারে প্রথম কন্যা সন্তান, ফুল দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাতকে বাড়ি নিয়ে গেলেন দাদু !
April 8, 2025

পরিবারে প্রথম কন্যা সন্তান, ফুল দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাতকে বাড়ি নিয়ে গেলেন দাদু !

পরিবারে প্রথম কন্যা সন্তান, ফুল দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাতকে বাড়ি নিয়ে গেলেন দাদু !
Listen to this article



<p><strong>কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:</strong> হাসপাতালে এল ফুল দিয়ে সাজানো বিয়ে বাড়ির গাড়ি! কিন্তু কেন? ফুল দিয়ে সাজানো গাড়িটিকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। বিয়ের বাড়ির গাড়ি কেন এসে দাঁড়িয়ে আছে হাসপাতাল চত্ত্বরে! না এটা কোনও বিয়ে বাড়ির গাড়ি না, পরিবারে কন্যা সন্তান হয়েছে তাই এই এলাহি আয়োজন।</p>
<p>একবিংশ শতকে দাঁড়িয়ে আজও অনেক পরিবারেরই কন্যা সন্তান হলে তাকে ভালো চোখে দেখে না ৷ কিন্ত এক ভিন্ন দৃশ্য দেখা গেল মেমারিতে।মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা দাদু, বাবা-সহ গোটা পরিবার৷ রীতিমতো &nbsp;ফুল দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাতকে বাড়ি নিয়ে গেলেন দাদু। বৈঁচি আলিপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গীর। তাঁদের পরিবারের সকলের পুত্র সন্তান। পরিবারে কন্যা সন্তান হলে &nbsp;গাড়ি সাজিয়ে তাকে বাড়ি নিয়ে যাবেন বলে ঠিক করেন তিনি।রবিবার মেমারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শেখ জাহাঙ্গীরের পুত্রবধূ মেহেনাজ খাতুন। তাই মঙ্গলবার নাতনিকে বাড়ি নিয়ে যেতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে হাজির গোটা পরিবার। এ যেন এক নজির গড়লেন শেখ জাহাঙ্গীর ও তার পরিবার। আর সমাজেও দিলেন এক বার্তা।</p>
<p>শেখ জাহাঙ্গীর বলেন, ‘আমার ইচ্ছা ছিল কন্যা সন্তানের। তাই কন্যা সন্তান হওয়ার আনন্দের ফুল দিয়ে গাড়ি সাজিয়ে আজ তাকে বাড়ি নিয়ে যাবো। তিনি আরও বলেন, কন্যা সন্তান হলে অনেকেই দুঃখী হয় কিন্তু এটা ভুল ধারণা, সকলেই সময়। আমার দুই ছেলে তাই আমার নাতনি হওয়ার আমি খুবই খুশি।’ মেহেনাজ খাতুন বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। কন্যা সন্তান ঘরের লক্ষী। কন্যা সন্তান হলে তাকে দেখে যদি ভুরু কুঁচকানো হয় তাহলে যে তাকে পাঠিয়েছে তিনিও নারাজ হবেন।</p>



Source link