কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩ জনের সাজা স্থগিত। ১৩ জনের সাজা ঘোষণা স্থগিত রাখল বর্ধমান ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারপতি অরবিন্দ মিশ্র।আজকের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখল আদালত। দোষী সাব্যস্ত করা ১৩ জনের মধ্যে চেয়ারপার্সন-সহ ৪ জন অসুস্থতার কারণে চিকিৎসাধীন, তাঁরা আদালতে স্বশরীরে উপস্থিত না থাকায় আজ সাজা ঘোষণা স্থগিত রাখেন বিচারক।
কোর্ট থেকে গতকাল জেলে নিয়ে যাওয়ার পথেই ‘অসুস্থ’ ৪ তৃণমূল নেতা। হাসপাতালে ভর্তি BDA চেয়ারপার্সন কাকলি গুপ্ত তা, বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য , তৃণমূলের রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ এবং রায়ানের তৃণমূল অঞ্চল সভাপতি শেখ জামালও হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে আদালতে গেলেন প্রাণি সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ।
আগামীকাল ওই চারজন-কে স্বশরীরে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত করার নির্দেশ বিচারকের।নির্দেশ দেওয়া হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিটেনডেন্টকে। সরকারি আইনজীবি হরিদাস মুখোপাধ্যায় জানিয়েছেন,যেহেতু ১৩ জনের মধ্যে ৪ জন শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন। তাই বিচারক আজকের মতো রায়দান স্থগিত রেখে জেল সুপারকে আগামীকাল তাঁদের স্বশরীরে অথবা ভার্চুয়ালি উপস্থিত করার নির্দেশ দিয়েছেন। আগামীকাল তারা উপস্থিত হলে রায়দান করবেন বিচারক।
আরও পড়ুন, কলকাতার ধাপার মতো বায়ো মাইনিং হাওড়াতেও ? বেলগাছিয়া ইস্যুতে যা বললেন ফিরহাদ..
অন্যদিকে আসামীপক্ষের আইনজীবি বিশ্বজীৎ দাস জানান,’আজ সকলে উপস্থিত ছিলেন না। ৪ জন অসুস্থ তারা হাসপাতালে চিকিৎসাধীন।তাই বিচারক আজকের মতো রায়দান স্থগিত রেখে জেল সুপারকে আগামীকাল তাদের স্বশরীরে অথবা ভার্চুয়ালি উপস্থিত করার নির্দেশ দিয়েছেন।আগামীকাল তারা উপস্থিত হলে তিনি রায়দান করবেন।
আরও দেখুন