বুঝে ওঠার আগেই বিকট শব্দ, এক লহমায় আহত প্রায় ৪০ জন ! মর্মান্তিক বাস দুর্ঘটনা নয়ানজুলিতে..
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যে। এই প্রথমবার নয়, ফের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস! আহত প্রায় ৪০ জন। ১৫ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-নবদ্বীপ রোডের ভান্ডারডিহি এলাকায়। ঘটনাস্থলে দেওয়ানদিঘী থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বামুনপাড়া-বর্ধমান-তেঁতুলিয়া রুটের যাত্রীবাহি বাসটি বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাওয়ার সময় ভান্ডারডিহি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়।ঘটনায় আহত হয় প্রায় ৪০ জন বাসযাত্রী।স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, তাঁদের উদ্ধার করে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১৫ জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী কারণে দুর্ঘটনা ? খতিয়ে দেখছে দেওয়ানদিঘী থানার পুলিশ।
আরও পড়ুন, পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই ‘জাল’ করে ৩ শিক্ষক নিয়োগ ! এবার মাদ্রাসাতেও দুর্নীতি ?
আরও দেখুন