পূর্ব বর্ধমান: পূর্বস্থলীতে বিজেপির ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কয়েকদিন আগে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক প্রায় ৮০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেন। বিজেপির অভিযোগ, শতাধিক বিজেপি সমর্থকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। বেছে বেছে তাদের ভোটারদের নাম বাদ দিতেই তৃণমূলের এই চক্রান্ত বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপি ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে, প্রতিক্রিয়া তৃণমূলের।
আরও পড়ুন, ‘খুনের পর পোশাক বদল করে অভিযুক্ত’, খুলে রেখে যায় রক্তমাখা জুতোও ! কোথায় রয়েছে সে এখন ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন