রাণা দাস, পূর্ব বর্ধমান: ভাগীরথীর জলস্তর আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায় ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত কাটোয়ায়। তাই যাত্রী নিরাপত্তায় বন্ধ কাটোয়ার সমস্ত ফেরিঘাট। গতকাল রাত ১১ টা থেকে বন্ধ রয়েছে ঘাটগুলি।যাত্রী নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশে কাটোয়া, দাইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তপক্ষ।
প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে।ফের প্রশাসনের নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি চালু হবে না বলে খবর। হঠাৎ কাটোয়া ও দাইহাটের সব ফেরিঘাট বন্ধ হয়ে হওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা।অনেকেই গতকাল রাত থেকে অপেক্ষা করেছেন।কেউ রোগী নিয়ে নৌকা পার হতে না পেরে বিপাকে।অনেকেই বহু সময় অপেক্ষা করে গন্তব্যে পৌঁছেছেন ঘুরপথে। বল্লভ পাড়া ফেরিঘাট কর্তপক্ষ এই বিষয়ে জানিয়েছে, প্রশাসনের তরফে নোটিশ দিয়ে সমস্থ ফেরীঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত ঘাট চালু হবে না।
আরও পড়ুন, ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এবার চরমে পানীয় জলের সঙ্কট !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন