NOW READING:
Earthquake in Japan: আশঙ্কা সত্যি করে এবার ভূমিকম্প জাপানে! রিখটার স্কেলে তীব্রতা….
April 2, 2025

Earthquake in Japan: আশঙ্কা সত্যি করে এবার ভূমিকম্প জাপানে! রিখটার স্কেলে তীব্রতা….

Earthquake in Japan: আশঙ্কা সত্যি করে এবার ভূমিকম্প জাপানে! রিখটার স্কেলে তীব্রতা….
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশঙ্কা ছিলই এবং তা সত্যিও হল। মায়ানমারের পর এবার ভূমিকম্প জাপানে! রিখটার স্কেলে তীব্রতা ৬। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতি খতিয়ান সামনে আসেনি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ভারতীয় সময়, সন্ধে ৭টা বেজে ৩৪ মিনিট। তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। জাপানের National Center for Seismology (NCS) জনিয়েছেন, ভূমিকম্পের উত্‍সস্থল ছিল  কিয়ুশু এলাকায় মাটির ৩০ কিলোমিটার নিচে।  ৩১.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৪৭ ডিগ্রি দ্রাঘিমাংশ অঞ্চল থেকে কম্পন ছড়িয়ে পড়ে।

 

এদিকে মায়ানমারে বিপর্যয়ের রেশ কাটেনি এখনও। ভূমিকম্পে মৃতের সংখ্য়া বাড়ছে রোজই। শেষ খবর অনুযায়ী, সংখ্যাটা ৩ হাজার ছুঁতে চলেছে। জাপানেও যে ভূমিকম্প হতে পারে, তেমন আশঙ্কা ছিল। পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতাও জারি করেছিল সরকার। বলা হয়েছিল, ৯.১ তীব্রতার ভূমিকম্প হতে পারে সুর্যোদয়ের দেশে। প্রাণহানি হতে পারে প্রায় ৩ লক্ষ মানুষের। 

আরও পড়ুন:  PICs | ISRO Images of Myanmar Earthquake: সামনে এল ISRO-র তোলা মায়ানমারের ভয়ংকর ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসের বীভৎস সব ছবি…

আরও পড়ুন: Bangladesh: ঈদে ‘জনশূন্য’ ঢাকা, শহর ছাড়লেন ৫০ লক্ষ মানুষ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link