নান্টু হাজরা: গত শুক্রবার নিউটাউনের জঙ্গল থেকে উদ্ধার হয় নাবালিকার অর্ধনগ্ন দেহ। ঘটনার তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে তার শ্বাসরোধ করে খুন করা হয় বলে পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে, জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে এক ই-রিক্সা চালক তাকে ই-রিক্সাতে বসায় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে।
এরপর ই-রিক্সার পিছনের সিটে বসে যায় নাবালিকা। অন্য যাত্রীরা উঠলে নাবালিকাকে ই-রিক্সা চালক সামনের সিটে বসিয়ে নেয়। ই-রিক্সা চালক নিউটাউনে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউটাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে ফেঙসিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে। এরপরই নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ধৃত টোটো চালকের বিরুদ্ধে।
আরও পড়ুন:Kolkata Fire Incident: মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ! ভয়াবহ আগুনে পুড়ছে নারকেলডাঙা বস্তি…
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, সিটি স্কোয়ার এর সিগনালে সিসিটিভি ফুটেছে দেখা যায় টোটো করে যেতে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ টোটোতে চাপে নির্যাতিতা। এরপরেই পুলিস ওই ই-রিক্সা চালকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর পুলিস ক্যাম্প থেকে ওই ই-রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার গভীর রাতে নিউটাউন পুলিস ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউটাউন থানার পুলিস। ধৃতের নাম সৌমিত্র রায় ওরফে রাজ(২৬) নদীয়ার রানাঘাটের বাসিন্দা। নিউটাউন আদর্শ পল্লী এলাকায় ভাড়া থাকে।
উল্লেখ্য, শুক্রবার রাতে নাবালিকার মৃতদেহ বাড়িতে আসতেই তৈরি হয় উত্তেজনার পরিবেশ। স্থানীয়রা মৃতদেহের গাড়ি আটকে করে বিক্ষোভ। তাঁরা বলেন ময়নাতদন্তের রিপোর্ট তাঁদেরকে জানাতে হবে এবং তার পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সিপিআইএম নেতাকে হেনস্থার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে। এরই মাঝে মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হয় স্বরূপনগরের মৃতার বাড়িতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours