কলকাতা: অডিও-কাণ্ডে জামিন পেলেন সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত। গতকালই ডিওয়াইএফআই নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। কলতানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা পুলিশের।
‘মামলায় পুলিশের যে সতর্কতা নেওয়ার দরকার ছিল, পুলিশ তা করেনি’, নির্দেশনামায় উল্লেখ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। ‘বর্তমান বা ভবিষ্যতে দায়ের হতে পারে, এমন কোনও মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ’, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের।
ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হন কলতান। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ। এদিকে কলতান দাশগুপ্তের গ্রেফতারিতে সুজন চক্রবর্তী নিশানা করেন শাসকদলকে। ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। আর এরপরেই পাল্টা বড় প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেছিলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি! আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত?’ সোশ্যাল পোস্টে কুণালের আরও দাবি করেছিলেন, ‘অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজনদারা বলুন, গলা কলতানের কিনা? সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত। তাঁদের চক্রান্ত ফাঁস বলে রাগ।’
কলতানের গ্রেফতারির পর রাজ্য তৃণমূল কংগ্রেস ইনচার্জ, মিডিয়া ও আইটি সেল দেবাংশু ভট্টাচার্য বলেন,আমি নিশ্চিত যে ১৪ তারিখ রাত্রিবেলা আর জি কর-এ যে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পিছনেও DYFI নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল।শুক্রবার একটি ফোনালাপ প্রকাশ্য়ে এনে বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক কষা হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় সিপিএমের যুব সংগঠন DYFI-এর মুখপত্র ‘যুবশক্তি’র সম্পাদক কলতান দাশগুপ্তকে। যদিও এদিন জামিনে মুক্তির পর কলতান দাশগুপ্তকে স্বাগত জানান মীনাক্ষীরা।
আরও পড়ুন, ভাগীরথীতে জলস্তর বাড়তেই ফেরিঘাট বন্ধের নির্দেশ এই এলাকাগুলিতে, ফের কখন মিলবে পরিষেবা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন