ট্যাটুর সূত্রে কাটা মুণ্ডুর রহস্যের কিনারা, গ্রেফতার নিহতের মাসতুতো ভাই
<p><strong>সমীরণ পাল, দত্তপুকুর: </strong>দত্তপুকুরের হাড়হিম কড়া হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। ট্যাটুর সূত্রে কাটা মুণ্ডু রহস্যের কিনারা করা হল। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের সম্পর্ক থাকার কথা জানতে পেরে নৃশংস খুন।</p>
<p>ট্যাটুর সূত্র ধরেই কাটা মুণ্ডুর রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর কমিশনারেট এলাকার ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলা নেওয়ার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।</p>
<p>গত ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন গাইঘাটার বাসিন্দা হজরত লস্কর। সোমবার দত্তপুকুরের বাজিতপুর থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের মুণ্ডহীন দেহ। দেহের কাটা মাথা গত ৪ দিন ধরে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ৩ দিনের মাথায় অবেশেষে গতকাল সন্ধেয় দত্তপুকুরের মুণ্ডহীন দেহ শনাক্ত করা হয়। পোশাক ও ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করল পরিবার। কিন্তু পরিচয় মিললেও কাটা মাথার খোঁজ এখনও মেলেনি। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, রাত ২ টো নাগাদ খুন করা হয় যুবককে। মৃত্যুর আগেই বাঁধা হয়েছিল হাত-পা। ভারী ধারাল কোনও অস্ত্র দিয়ে সামনে থেকে কাটা হয় গলা। উদ্ধার হওয়া জামা ও প্যান্টের স্টিকার দেখে তদন্তকারীদের অনুমান, নিহত যুবক কোনও বস্ত্র প্রস্তুতকারী কারখানার শ্রমিক ছিলেন। এই নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি পুলিশ। নিহত যুবকের পরিচয় জানতে এই এলাকার স্থানীয় একাধিক কারখানায় খোঁজখবর নেয় পুলিশ। নিহত যুবকের পাকস্থলীতে মেলেনি অ্যালকোহল। সূত্রের খবর, যে ক্ষেত থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানেই খুন করা হয়েছে।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Jogesh Chandra Chaudhuri College: ‘নিখোঁজ’ অধ্যক্ষ! যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রিন্সিপালের ছবি দেওয়া পোস্টার ঘিরে তরজা" href="https://bengali.abplive.com/district/jogesh-chandra-chaudhuri-college-day-section-missing-poster-with-principal-s-photo-1119019" target="_self">Jogesh Chandra Chaudhuri College: ‘নিখোঁজ’ অধ্যক্ষ! যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রিন্সিপালের ছবি দেওয়া পোস্টার ঘিরে তরজা</a></strong></p>
Source link