NOW READING:
কলকাতা নয়, এবার দুর্গাপুরে খুনের রহস্য সমাধান করবেন বিক্রম-স্বস্তিকা
February 27, 2025

কলকাতা নয়, এবার দুর্গাপুরে খুনের রহস্য সমাধান করবেন বিক্রম-স্বস্তিকা

কলকাতা নয়, এবার দুর্গাপুরে খুনের রহস্য সমাধান করবেন বিক্রম-স্বস্তিকা
Listen to this article


কলকাতা: ফের আরও এক থ্রিলার। আর ফের একবার সেই থ্রিলারের মুখ স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ‘শিবপুর’-এর ঘটনা এখন অতীত, এবার রহস্য দুর্গাপুরে। আসছে নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’। পরিচালক অরিন্দম ভট্টাচার্য্যের হাত ধরে আসছে নতুন এই ছবি। এবার অভিনেত্রীর সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবিটি। তাঁদের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী একাবলী খান্না। রাজদীপ সরকার ও প্রদীপ ধর। ইতিমধ্যেই সামনে এসেছে অ্যাকশন ও রহস্যে ভরপুর, মোশন পোস্টার। কী রয়েছে সেই পোস্টারে? 

সদ্য প্রকাশ্যে এসেছে এই ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, একটি হাত ও সেই হাতের মধ্যে কিছু ওষুধ। মনে করা হচ্ছে, ওষুধের জেরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপরে লেখা হয়ে যাচ্ছে, ছবির নাম। ‘দুর্গাপুর জংশন’। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে স্বস্তিকা আর বিক্রমকে। তবে তাঁদের জুটি হিসেবে দেখা যাবে কি না, সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এই ঘটনার শুরু হচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে। কোনও মৃত্যুর সঙ্গেই কোনও মৃত্যুর যেন তেমন যোগ নেই। গোটা ঘটনার দায়িত্ব নেয় সিআইডি। কিন্তু এই সমস্ত মৃত্যুর কোনও কিনারা করতে পারে না তাঁরা। এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম সৌম্য ও স্বস্তিকার চরিত্র একজন সাংবাদিকের। তাঁর চরিত্রের নাম উষসী।

পরিচালক সায়ন্তন ঘোষাল নিয়ে আসছেন নতুন ছবি ‘অশনি’। ‘বিজয়া’ সিরিজে তাঁর পরিচালনায় কাজ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার তাঁকেই বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সায়ন্তন। তাঁর সঙ্গে এবার দেখা যাবে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। মা মেয়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া ও স্বস্তিকাকে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya), শিলাজিৎ মজুমদার (Silajit Mazumder) ও অন্যান্যরা। 

কলকাতারই এক গল্প তুলে ধরবে এই ছবি। পূর্বা একসময়ে অনেক লড়াই করে এসেছে। তার অন্ধকার অতীতের কথা কেউ জানে না। সব এই কলকাতার বুকে মেয়েকে নিয়ে সুখের মুখ দেখতে শুরু করেছিল সে। কিন্তু হঠাৎ দুর্বৃত্তদের ‘টার্গেট’ হয়ে যায় তারা। কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে তাঁরা, সেই গল্পই তুলে ধরা হবে এই সিনেমায়। পূর্বার একটা অতীত রয়েছে। কিন্তু সে চায় না তার সেই অতীতের আঁচ এসে পড়ুক তার মেয়ের ওপর। কেবল একটা অন্ধকার অতীত নয়, বিশ্বাসঘাতকার গল্পও তুলে ধরা হবে এই ছবি জুড়ে। 




আরও পড়ুন: Shah Rukh Khan Mannat: সাধের মন্নত ছাড়তে হচ্ছে, লাখ লাখ টাকা দিয়ে ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন শাহরুখ!

আরও দেখুন





Source link