# Tags
#Blog

দলীপ ট্রফিতে দুরন্ত অর্ধশতরান, লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনেই ঝড় পন্থের ব্যাটে

দলীপ ট্রফিতে দুরন্ত অর্ধশতরান, লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনেই ঝড় পন্থের ব্যাটে
Listen to this article


নয়াদিল্লি: ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চলতি বছরই প্রথমবার পেশাদার টুর্নামেন্ট হিসেবে আইপিএলেই খেলতে নেমেছিলেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2024) খেলেছেন। তবে টেস্ট ক্রিকেটে এখনও দেখা যায়নি পন্থকে। সামনে বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ। তার আগে লাল বলের ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিতে নেমেছিলেন দলীপ ট্রফির (Duleep Trophy 2024) ম্য়াচে। সেখানেই ভারতীয় ‘বি’ দলের হয়ে খেলতে নেমে ঝোড়াে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেললেন পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের জায়গা পাকা করার জন্য দুরন্ত ইনিংস খেললেন।

ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে নেমে ৯টি বাউন্ডারি ও ২ টো ছক্কা হাঁকিয়েছিলেন পন্থ। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলে তনুষ কোটিয়ানের বলে আউট হন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ম্য়াচের প্রথম ইনিংসে আকাশ দীপের বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন পন্থ। দুরন্ত ক্যাচে পন্থকে প্যভিলিয়নে ফেরান শুভমান গিল।

আরও পড়ুন: ”ওরা দেশভক্ত? ওরাই তো…”, ব্রিজভূষণের মন্তব্যের পাল্টা জবাব বজরংয়ের

উল্লেখ্য, দলীপ ট্রফিতে অর্ধশতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার ও দেবদত্ত পড়িক্কলও। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ইন্ডিয়া ডি। মাত্র ১৬৪ রানে শেষ হয়ে গিয়েছিল তাদের প্রথম ইনিংস। একমাত্র অক্ষর পটেল ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ৮৬ রান করে দলের ইনিংসকে টেনেছিলেন বাঁহাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠলেন ইন্ডিয়া ডি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ছন্দ ধরে রেখেছেন মুম্বইয়ের তারকা। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে হাফসেঞ্চুরি করলেন তিনি। আগ্রাসী মেজাজে ব্যাট করে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেললেন তিনি। ৯টি চারের পাশাপাশি একটি ছক্কাও মেরেছেন তিনি। টি-২০ ক্রিকেটের ঢঙে ব্যাটিং করেন তিনি। শ্রেয়সকে যোগ্য সঙ্গত করেন দেবদত্ত পড়িক্কল। ৭০ বলে ৮টি বাউন্ডারি মেরে ৫৬ রান করেন তিনি।

 


আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal