জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেভিওয়েট নেতার ছেলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে তুলকালাম পরিস্থিতি। মুম্বইয়ের রাস্তায় মদ্যপ অবস্থায় অর্ধনগ্ন হয়ে তাণ্ডব নেতাপুত্রের। শুধু তাই নয়, বেহুঁশ অবস্থায় মহিলার উপর চড়াও, অকথ্য গালিগালাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
আরও পড়ুন:TMC leader expelled: প্রবীণ বামনেতাকে রাস্তায় ফেলে মা*রধ*র! দল থেকে বহিষ্কার ‘হেভিওয়েট’ তৃণমূলনেত্রীকে…
জানা গিয়েছে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) দলের এক নেতার ছেলে রাহিল শেখ মদ্যপ অবস্থায় অর্ধনগ্ন হয়ে এক মহিলাকে গালিগালাজ করছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, রাহিল নিজের বাবার পদমর্যাদা দেখিয়ে অহংকারও করছে। পরে জানা যায়, রাহিল শেখ হলেন MNS-এর রাজ্য সহ-সভাপতি জাভেদ শেখের ছেলে।
কী অভিযোগ?
রাজশ্রী মোরে নামে এক মহিলা, যিনি এক সময় অভিনেত্রী রাখি সাওয়ান্তের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। রাজশ্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, রাহিল অর্ধনগ্ন অবস্থায় তাকে অশালীন ভাষায় গালিগালাজ করছে।
ভিডিয়োতে রাহিলকে বলতে শোনা যায়, ‘আমার বাবা MNS-এর রাজ্য সহ-সভাপতি।’ সেখানে আরও দেখা যায়, রাহিল পুলিসের সঙ্গে তর্কাতর্কি করেন। এবং রাজশ্রীর দিকে তেড়ে যায়। এবং হুমকি দিয়ে মরাঠি ভাষায় তাকে বলে, ‘যাও, পুলিসকে বলো আমি জাভেদ শেখের ছেলে। তারপর দেখো কী হয়।’
ঘটনার সূত্রপাত:
পুলিস সূত্রে জানা যায়, রাহিলের গাড়ি রাজশ্রীর গাড়িতে ধাক্কা মারে। আর সেই নিয়ে যখন রাজশ্রী প্রতিবাদ করতে যায়,তখন রাহিল তার উপর চড়াও হয়। গাড়ি থেকে বসেই অর্ধনগ্ন অবস্থায় হুমকি দিতে থাকে। এমনকী নিজের ক্ষমতাশালী বাবার কথা উল্লেখ করে বলে যে, সে MNS-এর রাজ্য সহ-সভাপতি জাভেদ শেখের ছেলে। ঘটনাটি ঘটে আন্দেরি ওয়েস্টের ভিরা দেশাই রোডে।
রাহিলের বিরুদ্ধে এফআইআর:
ঘটনার পর রাজশ্রী রাহিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। রাহিলকে স্বাস্থ্যপরীক্ষার জন্য আটক করা হয়েছে। তদন্তের জন্য তাঁর গাড়িটিও মুম্বই পুলিসের হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Kangana Ranaut on Himachal Flood: আমার কোনও তহবিল নেই! বানভাসি মান্ডিকে সাহায্যে নারাজ সাংসদ কঙ্গনা
বিতর্কের মুখে রাজশ্রী:
সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর রাজশ্রী তুমুল বিতর্কের মুখে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিয়ো পোস্ট করে বলেন, যেখানে তিনি স্থানীয় মহারাষ্ট্রীয় সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। ভিডিয়োতে রাজশ্রী প্রশ্ন তোলেন, কেন রাজ্যবাসীর ওপর জোর করে মারাঠি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এর পরিবর্তে স্থানীয় মারাঠিদের আরও পরিশ্রম করতে উৎসাহিত করা উচিত।
রাজশ্রীর বিরুদ্ধে পালটা অভিযোগ:
মরাঠি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ভারসোভা এলাকার MNS কর্মীরা রাজশ্রীর বিরুদ্ধে ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। যার ফলে FIR হওয়ার পর রাজশ্রী প্রকাশ্যে ক্ষমা চান এবং ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)