Traffic Rules: ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ (Driving License Renewal) শেষ হয়ে গেলে চিন্তার কিছু নেই। এখন আরও সহজে করা যায় লাইসেন্স রিনিউয়ালের কাজ। জেনে নিন, এখন লাইসেন্স রিনিউয়াল করতে কত দিন সময় লাগে। পাশাপাশি ফি কত দিতে হবে আপনাকে।
মেয়াদ শেষ হওয়ার পরেও লাইসেন্স রিনিউয়াল করেননি
প্রকৃতপক্ষে, অনেক সময় ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরেও চালক বা গাড়ির মালিকরা তা রিনিউয়াল করেন না। দীর্ঘ সময় ধরে এটি করার ফলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। যে কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এই পরিস্থিতিতে আমরা আপনাকে লাইসেন্স রিনিউয়াল করার সম্পূর্ণ প্রক্রিয়া বলব। এর জন্য কত ফি নেওয়া হয়, কী কী প্রয়োজনীয় নথি লাগে আপনার।
৩০ দিন রিনিউয়ালের জন্য সময় পাবেন আপনি
ভারতে যেকোনও ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়। এর মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে এক মাস অর্থাৎ 30 দিন সময় দেওয়া হয়। এই ৩০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করতে হয়। আপনি যদি 30 দিনের পরে রিনিউয়ালের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিনিউয়ালের জন্য ফি 400 টাকা। তবে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার এক মাস পরে লাইসেন্সটি রিনিউয়াল করেন, তাহলে আপনাকে 1500 টাকা পর্যন্ত দিতে হতে পারে।
এই ড্রাইভিং লাইসেন্স ৪০ বছরের জন্য বৈধ
মোটর ভেহিকেল অ্যাক্টের আওতায় ভারতে ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র 40 বছরের জন্য বৈধ। এরপরে আপনাকে রিনিউয়ালের জন্য আবেদন করতে হবে। 40 বছর পর ড্রাইভিং লাইসেন্স 10 বছরের জন্য বৈধ করা হয়। এর পর প্রতি ৫ বছর পর পর রিনিউয়াল করতে হবে। আপনি যদি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে রিনিউয়ালের জন্য আবেদন না করেন, তাহলে ড্রাইভিং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। এর পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পেতে আবার পুরো প্রক্রিয়াটির মধ্য দিয়ে যেতে হবে।
এইভাবে আপনি আপনার লাইসেন্স রিনিউয়াল করতে পারেন
আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান, তাহলে প্রথমে আপনাকে পরিবহণ দফতরের ওয়েবসাইটে যেতে হবে।
১ প্রথমে অনলাইনে আবেদন করার অপশন বেছে নিন।
২ Driving License Related Services-এ ক্লিক করুন।
৩ প্রাসঙ্গিক রাজ্য নির্বাচন করুন
৪ একটি নতুন পেজ খুলতে সিলেক্ট সার্ভিস অন ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করুন।
৫ আবেদনপত্রটি পূরণ করে ক্লিক করুন।
৬ জন্ম তারিখ, লাইসেন্স নম্বর ও অন্যান্য বিবরণ পূরণ করুন।
৭ এবার রিনিউয়াল অপশনে ক্লিক করুন।
৮ আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করুন.
৯ এবার অনলাইনে পেমেন্ট করুন।
EPF Interest Rates: EPF-এ নতুন সুদের হার ঘোষণা, এবার কর্মীরা পাবেন কত ইন্টারেস্ট ?
আরও দেখুন